আমাদের কথা খুঁজে নিন

   

'বাঁধ ভাঙার আওয়াজ' এ কিছু নতুন ফিচার সংযোজিত হলো।

নোটিশবোর্ড

প্রিয় ব্লগার, শুভেচ্ছা সবাইকে। সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙার আওয়াজ' এ ব্লগিং সুবিধায় ছোট ছোট কয়েকটি বিষয় আমরা সংযোজন করেছি যা আজ থেকেই কার্যকর হলো। সংযোজিত কিছু নতুন ফিচার: ক) সহজতর কমেন্ট রাইট প্যানেল: এখন থেকে আপনার কমেন্ট রাইট প্যানেল থেকেই ইমোটিকন, ইমেজ বা ছবিসহ পোস্ট রাইট প্যানেলের সকল সুবিধাগুলো সরাসরি ব্যবহার করতে পারবেন। খ) মডারেটেড পোস্ট/কমেন্ট এর ক্ষেত্রে ব্লগার কে যে ইমেইলটি পাঠানো হয়, এখন থেকে সেখানে পোস্ট টাইটেল উল্লেখিত থাকবে। গ) নেতিবাচক রেটিং এর ক্ষেত্রে আপনি একটি কনফার্মেশন বক্স পাবেন যাতে আপনার কাঙ্খিত রেটিং নিয়ে ভুল হবার আশঙ্কা না থাকে।

ঘ) এখন থেকে কমেন্ট ব্যান কৃত ব্লগার কেবল মাত্র তাঁর নিজের পোস্টে কমেন্ট করার সুবিধা পাবেন। ঙ) যে কোন এডিটেড/মডিফায়েড পোস্টের সর্বশেষ এডিটকৃত সময়টি দেখা যাবে। চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না। বাগ ফিক্স: ক) প্রথম পাতায় 'ছোটদের সামহোয়্যার ইন' এর পোস্টের লিঙ্ক ফিক্স করা হয়েছে। খ) ছবি আপলোড সংক্রান্ত সমস্যাগুলি সামাধান করা হয়েছে।

গ) সামহোয়্যার ইন... এর অন্যান্য সার্ভিসের (সামহোয়্যার ইন বাংলাদেশ - কমিউনিটি, সামহোয়্যার ইন বাংলাদেশ - ইভেন্টস, সামহোয়্যার ইন...অ্যাডস) ব্যবহারকারীরা এখন থেকে কোন সমস্যা ছাড়াই একই ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়েই সরাসরি ব্লগ ব্যাবহার করতে পারবেন। বরাবরের মতই আপনাদের আন্তরিক সহযোগিতা, মতামত ও পরামর্শ এই সাইটটির উন্নয়ন ও জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে চলেছে এবং তা অব্যাহত থাকবে আশা করি। ধন্যবাদ। শুভ ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।