আমাদের কথা খুঁজে নিন

   

বাঁধ ভেঙ্গে দাও



বাঁধ ভেঙ্গে দাও আমি খুব সাবধানে লিখি। কতবার ভাবি বানান ঠিক হলতো! অবাস্তব কিছু লিখলাম নাতো! লোকে পড়ে কী ভাববে! এমন অনেক সংসয়ের পেছনে আসল কথাটা লুকিয়ে রাখি। একটু আস্বস্ত হই যখন ভাবি, আমার লেখা সবাই পড়ছে নাতো। অত ভাববার কি আছে! আমি অনেক কিছু বুঝিও না। সা.ইএ বাঁধ ভেঙ্গেছে! অথচ আমি শুনিনি! কোন আওয়াজ আমার কানে আসেনি।

অথচ সবাই তা জানে। কেমন বোকা আমি! কবে যেন কোন রাজাকার বন্দ হল, মুক্তিযোদ্ধাদের কুকুর বলে। ওয়ামী না কি নাম যেন ব্লগারটির, স্বাধীনতা দিবসের আড্ডায় দেখি দেশ গড়ার সপথ নিচ্ছে সে! এমন একটা সুখবর! আমি অবাক হই। বেশ ভাল লাগে। তাহলে রাজাকার গালি আর দিতে হবে না।

বাঁধ ভেঙ্গে গেছে! এখন রাজাকারদের সাথে আমার কোন বিরোধ থাকা ঠিক নয়! হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চল দেশকে এগিয়ে নিই। আমি বোকারমত চুপ করে থাকি। পা চালাতে পারি না! অনেক সময় ভাবি ঠিকইতো! রাহেলার বিচার চেয়ে কোন পোষ্টে অপ্রাসংঙ্গিক ভাবে "জনৈক নারী" পোষ্টের লেখককে কি যেন বলেছিল! আমি তার অপ্রাসুঙ্গিক মন্তব্যে ক্ষুব্দ হয়ে তাকে কুয়ার ব্যাঙ বলে অন্যায় করেছি। পরে তিনি আমার পোষ্ট নির্বাচিত দেখে খুব অভিমান করেছেন! তাদের সাথে, হাত হাত ধরে, কাংধে কাঁধ রেখে, বাঁধ ভেঙ্গে, আমি কেন ব্লগানোর মত, দেশকে এগিয়ে নেয়ার শপথ করতে পারিনা! আমি গরুর জাবুর কাটার মত এখনো পুরানো কাসুন্দি ঘাটি। যুদ্ধাপরাধীদের বিচার চাই।

ধর্মের নামে রাজনীতি বন্ধ হোক। এসব সেকেলে কথা ভাবি। আমি তাদের স্বাধীনতার আড্ডায় দেশকে এগিয়ে নেয়ার সপথে সামিল হতে পারি না! আওয়ামী লীগের নূর হোসেনে-র কথা মনে পড়ে! গনতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক, বুকে পিঠে এমন অসম্ভব কথা লিখেইতো ছেলেটা গুলি খেল। আমিতো সেদিন ভদ্র ভাবে পোষাক পড়ে (খালি গায়ে কোন শ্লোগান না লিখে) তার আসেপাসেই কোন মিছিলে ছিলাম। আমাকে লক্ষ্যকরে পুলিশ গুলি ছোড়েনি।

আমার ভদ্র বেশ, সে দিন আমাকে রক্ষ্য করেছে। নূর হোসেন বোকার মত যা সম্ভব নয় তাই চেয়েছে! এরশাদ-কে জনগন গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিছে। হাসিনা তারে নিয়া গনতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করছে। তার জানা দরকার ছিল; গনতান্ত্রিক পদ্ধতিতে শেখ পরিবার আজীবন আওয়ামী লীগের (কি যেন শব্দটা) চেয়ার পার্সণ থাকবে। যেমন থাকবে বি এন পি তে জিয়ার পরিবার।

খালেদা জিয়ার পরে তারেক জিয়া কামরুজ্জামানের পুত্র ওয়ামী কিম্বা ত্রিবুজরে নিয়া গনতান্ত্রিক ভাবে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবে। গনতন্ত্র আমাদের এভাবেই বুঝতে হবে! যারা বুঝে, তারা খুব বাস্তববাদী। আমিই বাস্তববাদী হতে পারলাম না! একটা শিশুর সাহায্যে ব্লগারদের মনবতায় আমি অভিভূত! আরো বেশী অভিভূত হয়ে বলি; আমরা সব গুলো শিশুর জন্য এমন ব্যাকুল হয়ে একটা পদ্ধতি খুঁজি। কিন্তু ব্লগাররা ব্লগর ব্লগর করে না! কারণ তারা বাস্তবে তা করার মত কোন অবস্থার আভাষ পায়না! কার পোষ্টে যেন "কথার কথা" পড়লাম। প্রতিভাবান শিশু তাকে সাহায্য করার আহববান।

আমি বোকারমত বলি। এমন একটা পদ্ধতি খোঁজ; যাতে সব শিশু তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। বাস্তববাদীরা জানে সেটা করার আলো এখনো ফোটেনি। আমি খালি বোকার মত ব্লগর ব্লগর করি। রাহেলার বিচারের জন্য পিটিশনে সই করি।

পোষ্ট পড়ে জানলাম; মামলার নথিপত্র গায়েব। আমি এমন একটা প্রতিজ্ঞার কথা বলি; যাতে রাহেলার বিচারের জন্য কোন মানব বন্ধন প্রয়োজন না হয়। কিন্তু বাস্তববাদীরা জানে সেটা সম্ভব নয়। আমি শুধু বোকারমত ব্লগর ব্লগর করি। বাঁধ ভাঙ্গার সময় এসেছে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।