আমাদের কথা খুঁজে নিন

   

""সকল Beauty-ই Absolute Beauty আর সব কিছুই Perfect""

হলুদ পাঞ্জাবীর একটা অদ্ভুত ব্যাপার হল এই পাঞ্জাবী পরার পর নিজকে মহাপুরুষ মহাপুরুষ মনে হয়!!! ভালো কাজের নেশায় পেয়ে বসে। মানুষের আনন্দাশ্রু দেখতে তখন বড্ড ভালো লাগে, মানুষ হয়ে জন্মেছি অথচ মানুষের ঐ অশ্রু দেখবো না তাই কি হয়!!!!

কি লেখার শিরোনাম দেখে কি ধাক্কার মত খেলেন??? না আপনি ভুল পড়ছেননা কিংবা আমি লিখতেও ভুল করিনি!! যা দেখছেন ওখানে তাই লেখা। কিন্তু তা কি করে সম্ভব?? এতদিন ধরে জেনে আসছি Absolute কিংবা Perfect এর সামনে দাঁড়ানোর ক্ষমতা সৃষ্টিকর্তা কাউকে দেননি আর আজ ব্লগার পরিবারের এক পাগল বলছেন পৃথিবীর সবকিছুই Perfect। হালায় তো পুরা পাগল। হতে পারি পাগল।

তবুও নিচের লেখাটুকু শেষ করে যাবেন প্লিজ............... পৃথিবীতে Absolute বলতে কিছু নেই। আচ্ছা এ কথাটি কি সত্য। আর সত্য হলেও এর পেছনের লজিক কি ? পৃথিবীতে নাকি Absolute beauty নাই, Perfect মানুষও নাকি নেই। কিন্তু আমার তা মনে হয় না। আমার মনে হয় পৃথিবীর সবকিছুই Absolute আর আমরা Perfect মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছি।

কিন্তু কি হিসেবে আমরা বলছি যে আমরা Perfect নই। আমরা প্রত্যেকটি মানুষ আলাদা। প্রত্যেকটি মানুষের প্রত্যহিক জীবনে অভিজ্ঞাতাও আলাদা। যেসব অভিজ্ঞতা বা ঘটনা আমাদের মনের উপর এক একধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এসব প্রত্যহিক অভিজ্ঞতাই আমাদের জীবনের পরিচালক।

তার এর অভিজ্ঞতার বাইরের বিষয়ে আমরা যখন কোন বিষয়ে মন দ্বারা পরিচালিত হই। তখন ভেবে চিন্তে আমরা একটা সিদ্ধান্ত নেই। সেটা তখন আমাদের কাছে যথার্থ মনে হয়। কিন্তু কার চিন্তুা ভাবনা কতটুকু লজিকাল কিংবা ফলপ্রসূ হবে তা নির্ভর করে ঐ মানুষটির চিন্তাভাবনার দূঢ়তার উপর। কিন্তু এই চিন্তাগুলো প্রত্যেকটা মানুষের আলাদা হবে।

তার মানে আমি বলতে চাইছি। সে তার চিন্তাভাবনার দ্বারা যেটাকে সবচেয়ে উপযোগী মনে করছে সে সেটাকেই প্রাধান্য দিচ্ছে। প্রত্যেকটা মানুষই আসলে Perfect । পৃথিবীর সকল Beauty-ই Absolute Beauty। আমরা ভিন্ন বিক্রিয়ক দিয়ে বিক্রিয়া ঘটিয়ে বার বার একই ফলাফল আশা করতে পারিনা।

আর তাছাড়া বিক্রিয়ায় ক্যাটালিস্টের ভূমিকার কথা ভুলে গেলেও চলবেনা। একই গাছের দুটি ফুল ভিন্ন হতে পারে। হয়তো পরাগায়নের সময় দুটি ফুলের কলিতে ভিন্নভাবে পরাগায়ন হয়েছে। যাতে এদের মধ্যে একটা পার্থক্য দেখা দিয়েছে। দু’টো ফুলের মধ্যে সাদৃশ্য না থাকলেই যে সেটা Perfect না এটা বলাটা মনে হয় ভুল।

আবার নাও হতে পারে। আমি আমার চিন্তাভাব গুলোকে যে লজিক সাজিয়েছি তাতে হয়তো ভুল আছে। আমার চিন্তাভাবনাগুলো তো আমার মতই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।