আমাদের কথা খুঁজে নিন

   

এবং সে সাথে নড়ে উঠবে গদি ঢাকা ভুমি!

সুন্দর সমর

তাহাকে সবাই এখন পাগল কহিল। কহিল তার মানস ভুবনের ভারসাম্য টাল খেয়েছে তাই ওরকম কথা কহিয়াছেন! হতে পারে। না হলে হঠাৎ এমন সত্যের দিকে কেনো ঝুকে পড়বেন সকল মিথ্যার আভরণ ত্যাগ করার এমন সাহসই বা হবে কেনো! তবে তাহার কথার মধ্য দিয়া ডিজিটালের জন্মদাগ, জনকের পরিচয় উদ্ভাসিত হয়ে গেছে! ঝড়ো বাতাসে শিথিল বস্ত্র সরে গেলে যেমন তরল সুন্দরীর দেহ সৌন্দর্য উন্মোচিত হয় জনতার সামনে। ধরা পড়ে নিটোল সৌন্দর্যের আড়ালে লুকানো কলংক রেখা! দাগ! তার পর যাহাই বলা হোক, ঝড়ো বাতাস! অপ্রস্তুত অবস্থা। শিথিল বসন না ওসব কিছু নয়! কিংবা এ ক্ষেত্রে পাগল, ভারসাম্যহীন, ক্ষেপাটে, ছিট আছে, সবাই বুঝতে পারে নিজের বিব্রত নাজুক শরম ঢাকার জন্য এই সব কথামালার জলপাই পাতায় নিজেকে আবৃত করার যথাসাধ্য চেষ্টা! এমন পাগল আরো আসবে আরো কথা শোনা যাবে তারপর একদিন শুনতে পাবো পিলখানায় হত্যাকান্ডে কাদের মাথা আর কাদের কতো হাত জড়িত ছিলো! এবং সে সাথে নড়ে উঠবে গদি ঢাকা ভুমি! তলিয়ে যাবে সকল ডিজিটাল তুমি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।