আমাদের কথা খুঁজে নিন

   

আইপিএল থেকে টেন্ডুলকারের অবসর

জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টকে বিদায় জানালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কি না সে ব্যাপারে কিছু বলেন নি টেন্ডুলকার।
চোটের কারণে ১৩ মের পর থেকে মাঠে নামতে না পারা টেন্ডুলকার খেলেন নি ফাইনালেও। সর্বশেষ খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে, সেই ম্যাচে আহত হয়ে অবসর নেয়ার আগে খেলা শেষ বলে লংঅনের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান তিনি।
ম্যাচ শেষে টেলিভিশন সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, “এটাই ছিল আমার শেষ আইপিএল। ভক্ত ও শুভানুধ্যায়ীদের বিদায় বলার এটাই সেরা সময়।

দারুণ একটি মৌসুম কেটেছে আমাদের। আমার মনে হয় এর আগে তৃতীয় আসরটি ছিল আমাদের সেরা। ”
“আমার মনে হয় আইপিএল থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। বয়স ৪০ হয়ে গেছে, এটা মেনে নিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এটাই আমার শেষ।


আইপিএলে ৭৮ ম্যাচ খেলে একটি শতক ও ১৩টি অর্ধশতকসহ ৩৪.৮৩ গড়ে ২৩৩৪ রান করেছেন টেন্ডুলকার।
গত বছরের শেষ দিকে ওয়ানডে থেকে অবসর নেন টেন্ডুলকার। প্রথম শ্রেণীর ক্রিকেটের বাইরে একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে তাকে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে বছরের শেষ দিকে রঞ্জি ট্রফিতে খেলতে পারেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।