আমাদের কথা খুঁজে নিন

   

ভিন্দেশে ঈদের একদিন

রনিনিোরনোে্নোানোনো

ঈদ এর আগেরদিন রাতে মসজিদের ওয়েবসাইটে দেখলাম পরের দিন ঈদ। বাংলাদেশের মত চাঁন রাতের এতটুকু মজাও পেলাম না। দুইটা অ্যালার্ম ঘড়ি দিয়ে সকালে উঠা গেল। এই প্রথম সেমাই না খেয়ে ঈদ এর নামাযে গেলাম। নামাযে গিয়ে দেখলাম আশেপাশের অধিকাংশ মুখই অপরিচিত।

মন্টাই খারাপ হয়ে গেল। নামাযের আগে ও পরে কয়েকজন উচ্চপধস্থ্য লোক ভাষন দিলেন। নামায এর পরে যথারিতি কোলাকুলি ও ফটো তোলা হল। আমার একজন স্যার এর বাসায় চটপটি ও সেমাই পাওয়া গেল। হঠাত করে পরিকল্পনা করা হল যে গাড়ি রেন্ট করে প্রভিনশিয়াল পারক্ এ যাব।

জায়গাটা সঠিকভাবে না চেনার কারনে গুগোল থেকে ম্যাপ প্রিন্ট করে আমরা যাত্রা শুরু করলাম। কিছুদুর পর্যন্ত সব ঠিক ছিল। তারপর ম্যাপ এর সাথে রাস্তাগুলোর মিল পাওয়া যাচ্ছিলনা। ম্যাপ্টা তে সব ইনফর্মেশন ছিলনা। ঘুরতে ঘুরতে আমরা ম্যাপ থেকে বাহিরে চলে গেলাম।

পরে ঠিক করলাম একটা সমুদ্র পারে যাব। সেটা খুব সহজে পেয়েও গেলাম। ঘুরাঘুরি করে আর ফটো তুলে কিছু সময় কাটলো । ফেরার পথে আবার আগের অবস্থা হল। রাস্তা হারিয়ে আমরা আবার বিপদে পড়লাম।

অনেক বেশি পথ ফেরিয়ে আমরা বাড়ি ফিরলাম রাত ১০টায়। এরপর বাংলাদেশীদের আয়োজনে ডিনার করলাম। সবশেষে ঘুমের দেশে গিয়ে ঈদ শেষ হয়ে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.