আমাদের কথা খুঁজে নিন

   

চেনেল আই এর ১১তম জন্মদিনঃ জাতি হিসাবে আমরা কতটা নির্লজ্জ্ব ও মিথ্যা ভাষী এবং ভন্ড ?

Digital Bangladesh Warriors - fb.com/openbd

আজ চেনেল আই এর এগার তম জন্ম দিনে লক্ষ্য করলাম সারাদেশের বিভাগ ও জেলা পর্যায় সহ রাজধানী ঢাকায় বিশাল বিশাল সব অনুষ্ঠান হলো। আর এই অনুষ্ঠানে দেশ বরণ্য সব বিশাল মাপের লোকজন এসে যোগ দিলেন। দেশ মা মাটি নিয়ে অসংখ্য সব জ্ঞান গর্ভ বানী দিলেন। বাহাবা আর প্রশংসা এই চেনেল আজ দেশে পেরিয়ে বিদেশে ইত্যাদী। (একবার চেনেল আই দেখে নিবেন কে ছিলন ওখানে ।

) আশ্চর্য্য হলাম এই সমস্ত লোকগুলোর কেউ কেউ এটাই জানেনা চেনেল আই কেন একমাত্র বিটিভি ছাড়া অন্য সব চেনেল দেখার অধিকার এদেশের আশি ভাগ লোকের জন্য আমরা আইন করে বন্ধ করে রেখেছি। অথচ এই ধ্রুব সত্য কথাটা এদের কউ বললো না । নতুন প্রজন্মকে বিষয়টা জানতেও দিলনা। যদিও আজ এখানে যে সমস্ত লোকজন ছিল তাদের কয়েকজন আওয়াজটা তুললেও সরকার বাধ্য হতো এমন একটা কালো আইন ডিজিটাল বাংলাদেশে থেকে মুছে দিতে। চলুন দেখি আমাদের কত শতাংশ লোক চেনেল আই সহ অন্যান্য সেটেলাইট টিভিগুলি দেখছে।

পুরো রাজধানী সহ সকল জেলা শহরে কেবেল নেটওয়ার্ক আছে মুটামুটি। আর রাজধানী সহ ৬৪ জেলা সদরে আমাদের মোট জনগষ্ঠির ২০% এর কম জনগন বসবাস করে, কারন আমরা বলি আমাদের আশি ভাগ লোক গ্রামে থাকে। দেশে মোট ৪৮০ টির মত উপজেলা আছে। ঢাকার আশেপাশে হাতে গোনা কয়েকটি উপজেলায়, উপজেলা সদরের বাইরে দু-একটি বাজারে ২০০ থেকে ৩০০ কানেকসনের কেবেল নেটওয়ার্ক থাকলেও সারা দেশে শুধু উপজেলা সদরে অল্প কিছু কেবেল নেটওয়ার্ক আছে তার মধ্যে হাওর সহ দুর্গম উপজেলা গুলোর অবস্থা সত্যিই করুন। ১. উপজেলাঃ আমতলি জেলাঃ বরগুনা মোট জনসংখ্যঃ ২৪৪৪৩৮ উপজেলা সদরে জনসংখ্যাঃ ১৪২৭৬ চেনেল আই দর্শকঃ ১৭% ২. উপজেলাঃ লোহাগড়া জেলাঃ চট্টগ্রাম মোট জনসংখ্যঃ ২০৩৪৫৩ উপজেলা সদরে জনসংখ্যাঃ ২২২৯৪ চেনেল আই দর্শকঃ ০৯% ৩. উপজেলাঃ হাতিবান্ধা জেলাঃ লালমনির হাট মোট জনসংখ্যঃ ২০১৫৯১ উপজেলা সদরে জনসংখ্যাঃ ১৭৮৬৮ চেনেল আই দর্শকঃ ১১% ৪. উপজেলাঃ ঈশ্বরগঞ্জ জেলাঃ ময়মনসিংহ মোট জনসংখ্যঃ ৩০৬৯৭৭ উপজেলা সদরে জনসংখ্যাঃ ২৫১০৮ চেনেল আই দর্শকঃ ১২% অর্থাৎ আশি ভাগ গ্রামবাসির ১০% লোক সেটেলাইট টিভি দেখছে।

তাহলে বলা যায় এদেশের ৭০% ভাগ লোকজন যাদের জীবনে টেলিভিশনই একমাত্র বিনোদনের মাধ্যম তাদের কথাটা একবারও মনে করলাম না। কি নির্লজ্জ্বের মত সব আনন্দ নিজেরা ভাগাভাগি করে নিলাম। ছিঃ ছিঃ। আপনাদের অবশ্যই মনে আছে সরকারের অনুমতি পেয়ে ২০০১ সালে সারা দেশের লোকজন একুশে টিভি দেখেছিল। টেরেস্টারিয়াল টেলিকাস্টে / Air Channel এ সরকারের অনুমতিটাই আসল।

আর টেকনোলজি ? অনুমতি পেলে দেশ টিভির মত নতুন চেনেল গুলোও কয়েক মাসের মধ্যে সারা দেশ কভার করে ফেলবে। আর এটা ঠিক যে দেশের নব্বই শতাংশ জনগন টিভি দেখে। উল্লেক্ষ্যঃ আমার শাল্লায় এক লাক্ষ জনগনের মধ্যে মাত্র এক হাজার চেনেল আই দেখতে পাই। আমি সত্যিই লজ্জিত তাই আমার মত সামান্যের কথাটা এই সামান্য পরিসরে হলেও বললাম। কিন্তু অধ্যাপক আবু সাইদ, সাবিনা ইয়াসমিন আরও হাজারও বরেণ্যগন আপনারা যখন বলেন তখনতো কোটি কোটি মানুষ শোনে আপনারা কি বললেন ? প্লীজ আর কখনও দেশ মা মাটি বলবে না যতদিন সত্যটা বলতে পারবেন না কারণ আমরা আপনাদের অনেক সন্মান করি।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।