আমাদের কথা খুঁজে নিন

   

কি-বোর্ড এর PrtScr(Print Screen) বাটন এর ছোট দুটো কাজ।



অনেক সময় আমাদেরকে মনিটর Screen এ যা আছে তার ইমেজ বা ছবির দরকার হয়। তখন আমরা PrtScr(Print Screen) বাটন ব্যবহার করি । যদি আমাদের জানা থাকে PrtScr(Print Screen) বাটন এর কাজ করার নিয়ম, তা হলে কাজ করা অনেক সহজ হবে । সাধারনত যদি কি-বোর্ড থেকে PrtScr(Print Screen) বাটন চাপলে Screen এ যা আছে সম্পূর্ন Screen Copy হবে । কিন্তু যদি Alt + PrtScr(Print Screen) বাটন চাপলে , যে অংশে কার্সর আছে বা যে Window খোলা আছে শুধু তা Copy হবে। এতে আপনার সময় ও বাঁচবে কাজও সহজ হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।