আমাদের কথা খুঁজে নিন

   

লেগো কিবোর্ড!

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, লোগোর টুকরো দিয়ে  অভিনব এ কিবোর্ডটি তৈরি করেছেন জেসন অ্যালারম্যান।
কানাডার অন্টারিও নিবাসী অ্যালারম্যান ২০০৫ সালে প্রথম এ ধরনের কিবোর্ড তৈরির উদ্যোগ নিলেও মৌলিক কিছু সমস্যার জন্য এর প্রটোটাইপ তৈরিতে ব্যর্থ হন। দ্বিতীয় উদ্যোগের সময় কৌশলে সমস্যাগুলোর সমাধান করে লেগো কিবোর্ডের প্রটোটাইপ তৈরি করেন তিনি। অ্যালারম্যান প্রথমে একটি সাধারণ কিবোর্ডের সেন্সর প্যাড, সার্কিট বোর্ড ও কম্পিউটার কেবল ঠিক রেখে সেটি থেকে শুধু কিগুলো খুলে নেন এবং পরে টেকনিক কানেক্টর ও এক্সলস তৈরি করে কিবোর্ডটিতে লেগো কিগুলো বসান।
এটি তৈরির বিষয়ে নিজস্ব ওয়েবসাইটে অ্যালারম্যান জানিয়েছেন, তার জন্য প্রথম চ্যালেঞ্জটি ছিল এমন একটি ফ্রেম তৈরি করা, যেটির মধ্যে লোগো কিগুলো সঠিকভাবে বসানো সম্ভব হবে এবং দ্বিতীয় সমস্যাটি ছিল কিবোর্ডের চিহ্নগুলোর জন্য উপযুক্ত প্রিন্টেড টাইল খুঁজে বের করা।
অ্যালারম্যান আরও জানিয়েছেন, তার পরিকল্পনা রয়েছে নতুন লেগোর টুকরো বের হলেই তিনি কিবোর্ডটি আপডেট করবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।