আমাদের কথা খুঁজে নিন

   

তিন চান্দাবাজ আড্ডার ডাক দিসে

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মোটে গোটা তিনেক চান্দাবাজ আবার ফাল দিয়া উঠসে। এদের নষ্টের গোড়া হলো ঐ "রাতমজুর"। সরাদিন কোন কাম নাই। যত দুনিয়ার কাম "রাইতের বেলা"।

আচ্ছা, রাতের বেলা কেউ ভালো কাম করে? "রাতের কুটুম" মানে কি, তা আর কইলাম না। যাউগ্গা.....। আরেকজন হইলো "ক্যামেরাম্যান"। ইনি রাত মজুরের পিছ লাগাসে। উনি ক্যামেরা নিয়া রাতমজুরের লগে রাইতের বেলা কি করে, সেই প্রশ্নেও যাচ্ছি না।

তবে যে তলে কোন একটা ব্যাপার আছে সেটা জানি। হুম ডাল মে কুছ কালা হ্যায়........ আরেকটা ভালো এবং ভদ্র ছেলে হলো "মুনসুর"। এই পোলাডা ঐ দুইটা লোকের ফাঁন্দে পা দিসে। রাতমজুর গত আড্ডা থেকে ৩১০ টাকা মাইরা এখনও পকেটের মধ্যে হান্দায়া রাখসে। অবশ্য রাতমজুর ক্যামেরাম্যানকেও ভাগ দিতে চাইছে কিন্তু ভাগের টাকা কম হওয়াতে নাকি তার পছন্দ হয় নাই।

কিন্তু ক্যামেরাম্যান হাটে হাঁড়ি ভাইঙ্গা দিসে ফটাস কইরা..........। এইতিন জনে মিল্যা এখন চান্দাবাজি শুরু করছে। আবার ফোন নাম্বার দিসে। আগামী দুই তারিখ বিকাল পাঁচটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবাইরে ডাকসে। আবার সাথে করে ১০০ টাকা নিয়ে যেতেও নাকি বলেছে।

কত্ত বড় কথা.........। আবার দেখি বিভিন্ন জনের নামও তারা উল্লেখ করেছে। (রাতমজুর, বৃত্তবন্দী, রোহান, দূর্ভাষী, কালপুরুষ, মুহিব, একরামুল হক শামীম, ভেবে ভেবে বলি, ম্যাক্স পেইন, রাঙ্গাকলম, পল্লী বাউল, ভাবনাহীন আমি, রোদেলা, আকাশ_পাগলা, পাথুরে, মহিসন খান, বুমবুম, শিবলী, ত্রিশোনকু, সৌম্য, বোহেমিয়ান কথকথা, রক্ত রঙ, আই আনাম, অপরাজিতা, ক্যামেরাম্যান, আরিয়ানা, শান্তির দেবদূত, চাচামিঞা, সৈয়দ সাইফুল আলম শোভন, মো. লুৎফর রহমান, মিলটন, মন মানে না, মুখ ও মুখোশ,অন্ধ দাঁড়কাক, নিশাচর, মহসিনবেস্ট, জটিল, নীল ভমরা, টেরাকোটা, আবদুল্লাহ আল মনসুর এবং আরও অনেকে..) সেখানে না বুইঝ্যাই সায় দিয়া ফালাইসে অনেকে। প্রায় ৫০ জনের মত। না জানি, আরো কত লোক যাইবো? তাও তো ৫০ জনের মত গেলে তো পুরা ৫০০০ টাকা..........।

তিন চান্দাবাজকে এভাবে চান্দাবাজি করতে দেয়া হইবেক না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।