আমাদের কথা খুঁজে নিন

   

জাতীসংঘ বনাম তৃতীয় বিশ্ব

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

উন্নতবিশ্বের তাবেদারী যে সংঘ তার নাম জাতীসংঘ। প্রায় ৬৪ বছর যাবত জাতী সংঘের বিতর্কিত ভূমিকা বিশ্ব বাসি প্রত্যক্ষ করেছে। আমেরিকা পিছন থেকে তার সকল কলকাঠি নেড়েছে। তার সকল সফলতা বলতে গেলে আমেরিকাই তুলে নিয়েছে। গৃহযুদ্ধ চলছিল যে সব দেশে সেই সব দেশে কিছু শান্তি রক্ষি বাহিনী প্রেরণ ছাড়া আর কিছু টিকা কর্মসূচি এবং ইউনিসেফ অর্থায়নে কিছু কার্যক্রম অবশ্য চোখে পড়ার মতো।

ইউনিসেফ অর্থায়ন করেছে উন্নত বিশ্বের বাচ্চাদের স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে। আমি যদি রাষ্ট্রের নীতি নির্ধারক কেউ হতাম তাহলে ইরাকে জাতিসংঘের শান্তি রক্ষি মিশনে বাংলাদেশের সৈন্য পাঠাতাম। একটা চ্যালেন্জ মোকাবিলা করতে এবং তৃতিয় বিশ্বের অগ্রদূত বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল হতো। তৃতিয় বিশ্বের বাংলাদেশ অনেক শক্তি রাখে। বর্তমান বিশ্বে বাংলাদেশের অবদান অনেক খানি ,শুধু যদি তাবেদারী না করত।

বাংলাদেশ ভাষার দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে অষ্টম বৃহত্তম একটি দেশ এবং জাতি। আমাদের আছে অনেক সম্ভাবনা। শুধু তাকে কাজে লাগাতে যোগ্য নেতৃত্বের সঠিক সিদ্ধান্ত নেবার পালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।