আমাদের কথা খুঁজে নিন

   

দীপঙ্করের মানিব্যাগে উনকোটিপাহাড়

ডুবোজ্বর

২৮০৯০৯ সে তাকিয়ে আছে সরুগলি দোকানঘর দীপঙ্কর তার মানিব্যাগ বের করে বিশাল মোটা টাকা নয় সব কাগজ ভিজিটিংকার্ড চাঁদার রশিদ বিদ্যুৎবিল আর কবিতার খসড়া কতো সতেরোটাকা ক্যান অইটা জাপানি দিশিটা দাও দিশি রাখি না ওইতো দেখা যায় বেচতাম না যাহ্ শালা দীপঙ্কর বেরিয়ে আসে তারা রিকশায় উঠে গুনগুন করে ক্রমশ মেজাজ ভালো হতে থাকে জাপানিটা নিলে ক্ষতি কী ছিলো নিমু না আইচ্ছা দীপঙ্করের ঠোঁটে চারমিনার দীপঙ্কর মানিব্যাগ খুলে দীপঙ্করের মানিব্যাগে উনকোটিপাহাড় সন্ধ্যা ৫:২৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।