আমাদের কথা খুঁজে নিন

   

আ'লীগ দুর্নীতির দ্বার অবারিত করেছে

আওয়ামী লীগ নিজেই দুর্নীতির দ্বার অবারিত করেছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সংসদ সদস্যদের আচরণবিধি আইনের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যদি সংসদ সদস্যদের আইন প্রণয়ন করা ছাড়া যদি আর কোনো কাজ না থাকতো, তাহলে সিংহভাগ সংসদ সদস্য পদত্যাগ করতেন। অথচ প্রধানমন্ত্রী বেছে বেছে একজন সংসদ সদস্য যে পেশার, সে সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি হচ্ছেন সেই সংসদ সদস্য। আর এ কারণে এখানে প্রতিযোগিতা হবে, এটাই স্বাভাবিক।

যারা দুর্নীতি নিরাময় করবেন, তাদের দৃষ্টিই অন্যদিকে ঘুরে আছে।

এ সময় সংসদ সদস্যদের আচরণবিধি প্রণয়নের পাশাপাশি শাস্তির বিধান করার প্রস্তাব জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করলে বা কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্ত হলে শাস্তির ব্যবস্থা থাকবে এবং স্পিকার প্রয়োজনবোধে যে কোনো সংসদ সদস্যের পদ বাতিল করতে পারবেন। তবে এ ক্ষমতা নির্বাচন কমিশনারের হাতে থাকলে তা হয়ত নৈতিকতা তদন্ত কমিটির কোল্ড স্টোরেজে ঢুকবে আর বের হবে না।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর যৌথ উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

এছাড়াও অন্যান্যের মধ্যে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, এমপি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, সাবেক সচিব জনাব আলী ইমাম মজুমদার, সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন, সাবেক এমপি জনাব হুমায়ুন কবির হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.