আমাদের কথা খুঁজে নিন

   

হাজরে আসওয়াদ পাথরে চুমু খাওয়া আর মূর্তিপূজা করাতো একই কথা........

সত্যানুসন্ধানী

জনৈক ব্লগার ( ফারুক৫৫)বলেছেন তার মতে হাজরে আসওয়াদ পাথরে চুমু খাওয়া আর মূর্তিপূজা করাতো একই রকম মনে হচ্ছে- View this link ফারুক সাহেবের ব্লগ দেখে মনে হল উনি ইসলামপন্থী। সঠিক ইসলামকে জানার জন্যই উনি যুক্তিতর্ক করছেন। তাই কোরান হাদীসের আলোকেই উত্তর দেয়ার চেষ্টা করব। ইসলামবিরোধীদের জন্য এ একই প্রশ্নের আরও কড়া ভাষায় উত্তর আছে। ইসলাম আল-কোরান ও সহীহ হাদিসের সমন্বয়ে গঠিত।

অলস ছেলে এই কলামের মন্তব্যে বলেছেন: উমর রা: হযরে আস্ওয়াদের সামনে দাড়িয়ে বলেছিলেন, হে কালো পাথর, আমি যদি না দেখতাম আল্লাহর রাসুল তোমাকে চুমো দিচ্ছেন, আমার কাছে তোমার কোন কানাকড়িও দাম থাকতো না। এর উত্তরে লেখক বলেছেন: ইসলামী একত্ববাদে পাথর বা অন্য কোন প্রাকৃতিক বস্তুর কোন ক্ষমতা থাকার কথা না। নবী কখনো এমন কাজ করতে পারেন না। হাদীসটি বানানো বলেই আমার বিশ্বাস। আসলে কোন হাদিস বানানো বলে মনে হলেই তা জাল হাদিস হয় না।

উপরের হাদিসটি সহীহ বুখারী থেকে নেয়া। নিচের লিংকে এটি পাবেন Volume 2, Book 26, Number 667 হাদিসটি দেখুন- View this link সুতরাং আশা করছি ইসলামপন্থীরা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।