আমাদের কথা খুঁজে নিন

   

হাতিয়ায় গণপিটুনিতে আরো ৪ ‘জলদস্যু’ নিহত

শনিবার ভোর থেকে বিকাল পর্যন্ত চারজন গণপিটুনিতে নিহত হয়েছেন। এদের মধ্যে একজন একটি দস্যুদলের প্রধান বলে পুলিশ জানিয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, “অভিযানের কারণে জলদস্যুরা তাদের আস্তানা থেকে পালিয়ে পাওয়ার সময় লোকজনের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হচ্ছে। ”
গত মঙ্গলবার থেকে পুলিশি অভিযান শুরুর পর এনিয়ে ছয়জন নিহত হল। এর আগে ‘বন্দুকযুদ্ধে’ একজন এবং গণপিটুনিতে আরেকজনের মৃত্যু হয়।

  
শনিবার নিহতরা হলেন- আশ্রাফ(৩৫), কেফায়েত উল্লা(২৫), সারোয়ার (৩৩) ও ওসমান (৩৪)।
নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ভোর ৪টায় সোনাদিয়া ইউনিয়নের হিলটন রাস্তার মাথা এলাকায় গণপিটুনিতে নিহত হয় আশ্রাফ বাহিনীর প্রধান আশ্রাফ।
নিহত আশ্রাফ জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আছিল কেরানীর ছেলে।
দুপুর সাড়ে ১২টায় জাহাজমারা ইউনিয়নের কাদিরার স্লুইসঘাট এলাকায় গণপিটুনিতে নিহত হন আশ্রাফ বাহিনীর ‘সদস্য’ কেফায়েত।
এরপর বিকাল ৩টায় ওই ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে সারোয়ার ও ওসমানকে পিটিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।


এর আগে শুক্রবার সন্ধ্যায় সুখচরে গণপিটুনিতে জলদস্যু ইমরান বাহিনীর প্রধান ইমরানের দেহরক্ষী জমশেদ এবং বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস বাহিনীর প্রধান ইউনুস নিহত হয়।
শুক্রবার রাতে ইমরানকে (২৮) অস্ত্রসহ আটক করে পুলিশ।
শুক্র ও শনিবার পুলিশের অভিযানে ছয়টি এলজি, নয়টি বন্দুক, ৩৩ রাউন্ড গুলি, ৪০টি বোমা ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
দ্বীপ উপজেলার বিভিন্ন চরে এখনো অভিযান চলছে। চরকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.