আমাদের কথা খুঁজে নিন

   

উইম ল্যাব কিনেছে গুগল!

গত বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েড স্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠান উইম ল্যাব কিনে নিয়েছে গুগল বলে সম্প্রতি জানা গেছে।

উইম ল্যাবের অন্তত দুজন কর্মী তাদের লিঙ্কডইনের প্রোফাইলে এ তথ্য দেন যে তারা গুগলের হয়ে কাজ করছে।

এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে এই তথ্য পাওয়া যায় যে তারা খুব শীঘ্রই প্রযুক্তি ক্ষেত্রে অসাধারণ কারো সাথে সম্পর্কে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে।

তবে গুগলের উইম ল্যাব কিনে নেওয়ার খবর ফাঁস হলেও দুপক্ষই এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কোন তথ্য দিতে রাজি হয়নি।

উল্লেখ্য, উইম ল্যাব তাদের স্মার্ট ওয়াচ দিয়ে যাত্রা শুরু করে এবং তা যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়। এর সাহায্যে সময় দেখা, আবহাওয়ার খবর জানা, দিনপঞ্জিকা দেখা, কারো সাথে অ্যাপয়েন্টমেন্ট এর কথা মনে করিয়ে দেয়া বা মজাদার কিছু গেম খেলা যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।