আমাদের কথা খুঁজে নিন

   

আমার তোলা কিছু সাব-স্ট্যান্ডার্ড ছবি

এখানে

প্রথমেই বলে নিচ্ছি ফটোগ্রাফিতে আমার স্কিল নাসির আলী মামুনের পরেই। গত বছর প্রথম দিকে ক্যানন এর এএস সিরিজের একটা ক্যামেরা কিনি। সেটার উপরে ডান দিকে একটা গোল বাটন আছে, যেটায় হালকা একটু চাপ দিলে প্রথমে ছবিটা ফোকাসড করে নেয়। তারপর আরেকটু চাপ দিলে বেশ কিছু আলোর ঝলকানি সহ ছবি ওঠে। গোল আরেকটা চাকতির মত আছে, সেটা অটো তে সেট করা থাকলে স্টিল ছবি ওঠে আর বেশ একটু ঘুরিয়ে ভিডিও ক্যামেরার ছবির জায়গায় সেট করলে সেটা ভিডিও রেকর্ড হয়।

আমার ছবি তোলার জ্ঞান বলতে এইটুকুই। এমনকি কিছুদিন আগে পর্যন্ত অটোমেটিক ফ্ল্যাশটাও বন্ধ করতে পারতাম না। এতবড় ভূমিকা টানলাম এই জন্য যে, এগুলো না বললে আপনারা বলতেন, ধুর! এ আর কি এমন ছবি!!! শুধু শুধু সময় নষ্ট। তো আসুন আমরা ছবিগুলো দেখা শুরু করি- এটা ২০০৮ এর জুলাই ফোর্থে তোলা, আমেরিকার ফ্লোরিডা স্টেটের অরল্যান্ডো শহরে ওয়াল্ট ডিজনি'র এপকট পার্কে। ছবির গাছগুলোর মূলের সাথে কোনরকম মাটির সংস্পর্শ নেই।

খেয়াল করে দেখেন গাছগুলোকে বৃত্তাকার একটা রেইল থেকে ঝুলে রাখা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো গাছের মূলে কৃত্রিমভাবে পানি এবং অন্যান্য পুষ্টি সরবরাহ করা হয়। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক (সাউথ রিম), আ্যরিজোনা। অক্টোবরের শেষ সপ্তাহ, ২০০৮। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক (সাউথ রিম), আ্যরিজোনা।

অক্টোবরের শেষ সপ্তাহ, ২০০৮। ফাউন্টেন অব বেলাজিও, লাস ভেগাস, নেভাডা। অক্টোবরের শেষ সপ্তাহ, ২০০৮। এই ছবিটা দেয়ার তেমন ইচ্ছা আমার ছিলনা। ক্যালিফোর্নিয়া নিবাসি এক সম্মানীত ব্লগারের লাস ভেগাস গিয়েও এই এক নাম্বার আকর্ষন মিস করায় এটা দিলাম, তার উদ্দেশ্যে।

রুবি ফলস, হেলেন, জর্জিয়া। মে, ২০০৯। আমার প্রথম গাড়ি চালিয়ে শহরের বাইরে যাওয়া। টাইবি আইল্যান্ড বিচ লাইট হাউস, স্যাভানা, জর্জিয়া। ফোর্থ অব জুলাই, ২০০৯।

মার্টল বিচ, সাউথ ক্যারোলাইনা। জুলাইয়ের শেষ সপ্তাহ, ২০০৯। রুবি ফলস, চ্যাটানুগা, টেনেসি। সেপ্টেম্বার, ২০০৯ (জব থেকে লেইড অফ হওয়ার পরের সপ্তাহ)। আমেরিকার সবচেয়ে লম্বা/উঁচু (১৪৫ ফিট উঁচু) আন্ডারগ্রাউন্ড ঝরনা, মাটি থেকে ২৬০ ফিট (প্রায় ২৬ তলা) নিচে।

মাটির নিচে লিফট থেকে বের হওয়ার পরে ঝরনার কাছে যাওয়ার পথে প্রায় ৩০ মিনিট সুরংগের মধ্যে হাঁটার সময় এই ছবি তুলেছিলাম। গ্রেট স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক, গ্যাটলিনবার্গ, টেনেসি। সেপ্টেম্বার, ২০০৯। এটা তোলা হয়েছে ক্লিংম্যানস ডোম, স্মোকি মাউন্টেনের সবচেয়ে উঁচু পয়েন্ট (৬,৬৪৩ ফিট) থেকে। দিনটা অনেক মেঘলা ছিল, পর্যাপ্ত আলো ছিলনা।

নিচে উইকিপিডিয়া থেকে দিলাম নরমাল সময়ের ছবি- কষ্ট করে ছবিগুলো দেখার জন্য ধন্যবাদ। রেফারেন্সঃ Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।