আমাদের কথা খুঁজে নিন

   

আরে! ব্লগ কি সবকিছু শেয়ার করার জায়গা!!!

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

ব্লগে অনেককেই দেখলাম ঈদে কে কি করলো তা শেয়ার করতে। দেখেতো মেজাজ খুবই খারাপ, বলা যায় প্রচন্ড রকমের খারাপ। ব্লগে কি এইসব আউল-ফাউল ব্যাপার শেয়ার করা উচিৎ ? মনে হচ্ছিল পাগলা মফিজকে নিয়ে আসি, তারপর ওকে বলি যাওতো ব্লগারগনের হাতে এবং পায়ে একটা করে কামড় দিয়ে আসো। শক্ত করে কামড় দিবা যেনো লাললাল দাগগুলো স্পষ্ট বোঝা যায়। পাগলা মফিজকে ফোন দিলাম।

বললাম সমস্যায় আছি। আমি সমস্যায় আছি এটা শুনে ও কোনোমতে গামছাটা পেচিয়ে আমার কাছে ছুটে আসলো। বুকটাকে একটু ফুলিয়ে বললো, কি সমস্যা তাড়াতাড়ি বলো। আমারতো সামনের দুইটা দাঁত তিড়িং বিড়িং করতাছে. . . আমি বললাম, দেখোতো ব্লগারগন কি শুরু করলো! কি শুরু করলো? আরে সব আউল ফাউল পোষ্ট দেয়! পোষ্ট-ই তো দেয়, গালিতো আর দেয়না. . ১৮+ পোষ্ট নাতো আবার? আরে না। সব আবল-তাবোল পোষ্ট, ঈদে কে কি করলো, কার ঘরে গেলো, মিষ্টি খেলো নাকি জিলেপি খেলো, বালিশে ঘুমালো নাকি কোলবালিশে ঘুমালো. . . এইসব আরকি! এইগুলান তো ভালো পোষ্ট।

আর এইসব ব্লগে শেয়ার করবেনাতো কোনখানে শেয়ার করবো? আপনেই চরম ফাউল, হুদাই আমারে ডাকলেন, আমি ভাবছি কি না কি, গামছা পইরাই দৌড় দিলাম! এখনতো মনে হইতাছে আপনারে কইষ্যা একটা কামড় দেই. . . (মফিজ রাইগা গেছে, এখন ওরে ভাই কওয়া ছাড়া উপায় নাই!) থাক মফিজ ভাই, মাফ কইরা দাও। তোমার কামড় খাইলে আজীবন মনে থাকবো! যাও, মাফ কইরা দিলাম । নতুন গিটার নাকি? হ, . . . লাল কেন? আগেরটা কৈ? ভাই, রং দিয়া কি আসে যায়! আর আগেরটাতো দুইমাস আগে ভাইঙ্গা ফেলছি . . ভালা কাম করছো. . . এইডা কবে ভাঙবা? দোয়া রাইখেন, বছরখানেকের মধ্যে ইনশাআল্লাহ্ . . . . --------------------------------------------------------------- --------------------------------------------------------------- লেখাগুলো পুরাপুরিই আবোল-তাবোল। এটা মানতে আপত্তি নেই তাইতো চরম ফালতু ফালতু বিভাগে পোষ্ট করলাম সন্ধ্যায় নতুন গিটার কিনলাম, তাই শেয়ার করলাম. . . ঈদের শুভেচ্ছা সবাইকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।