আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছেকথা / রাহুল ঘোষ



হাত একবারও জেগে ওঠেনি বলে কিছু লেখা হয়নি কাল মাঝেমাঝে এইভাবে জীবনকে সাদাপাতা ছেড়ে দিতে হয়। যেভাবে তোমাকে ছেড়ে দিচ্ছি খোলা মাঠ, বিরান রাস্তা যেমন খুশি থাকতে অথবা চলে যেতে পারো। নিজের এই সরে থাকার অভিমান নাম রাখি বিফল ইচ্ছেকথা, তাই এই দূরে যেতে চাওয়া এই অগ্গাতবাস, এই নিভৃত হননপ্রক্রিয়া। নিজের জন্য রাখা থাকে ভাঙাচাঁদ আর মরানদী পোড়া সিগারেট, ছাই,তোমার হাতের বিদায়ী মুদ্রা। কালকের সাদাপাতা ছেড়ে রাখি সাদা তাই কখনো যদি মরানদী বান ডাকে, ভাঙাচাঁদ পূর্ণিমা যদি রঙিন অক্ষর নিয়ে ফেরে ছেড়ে যাওয়া হাত। ---------------------------------------------------------------------------------- এই কবিতাটি প্রকাশিত হয় অমলকান্তি পত্রিকায় অক্টোবর ২০০৫-এ। পরে কবিতা পাক্ষিক দ্বারা প্রকাশিত ইচ্ছেকথা কাব্যগ্রন্হের অন্তর্ভুক্ত। ----------------------------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।