আমাদের কথা খুঁজে নিন

   

মডুর লিঙ্গ

এই ব্লগ একান্ত আমার ব্যাক্তিগত চিন্তা চেতনা ও মত প্রকাশের ক্ষেত্র। মতের অমিল থাকা অস্বাভাবিক নয়। আবার আমার লেখা বা মতেও ভুল-ত্রুটি থাকতে পারে। তাই যেকোন বিষয়ে সুস্থ আলোচনা-সমালোচনা কাম্য।

ব্লগ দেখি পুরা ঠান্ডা!!! ব্যাপার কি??? একটু ব্লগ গরম করতে পোষ্ট দিলাম মডুর লিঙ্গ নিয়া।

আসেন ঈদের আনন্দে আমরা মডুর লিঙ্গ নিয়া নাড়াচাড়া করি। মডুর লিঙ্গ নিয়া আলোচনা করতে গেলে প্রথমেই জানতে হবে লিঙ্গ কি? কত প্রকার? কি কি??? লিঙ্গঃ শব্দের যে বৈশিষ্ঠ্য থেকে স্ত্রী-পুরুষ বা ক্লীব আলাদা করা যায় তাই লিঙ্গ। লিঙ্গের সংঙ্গা থেকেই বুঝা যায় লিঙ্গ তিন প্রকারঃ স্ত্রী, পুরুষ আর ক্লীব। তবে অনেকে আর একটি লিঙ্গের কথা বলে থাকেন। উভয় লিঙ্গ।

মোরগ পুং লিঙ্গ, মুরগী স্ত্রী লিঙ্গ, বই ক্লীব, কিন্তু মডু কোন লিঙ্গ? কেউ কইতে পারেন কি? এইটা কিন্তু ফান পোষ্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.