আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ উৎসব



ঈদ উৎসবের মাতামাতি হতদরিদ্রদের উৎসবটা কি? বেপথ ধরে বৃত্তবান বনলো যারা ঈদের দিনে দরিদ্র্যের মাঝে যায় ক’জনা। গুলশান-বনানী ও বারিধারাবাসীরা সম্ভব হলো কি দরিদ্র্যদের মন কাড়া? ঈদের খুশিতে ধনীরা আত্মহারা ঈদের উৎসবে ধনীরা পাগলপারা। রান্না করে পোলাও-বিরিয়ানী-কোর্মা লুচি-পরোটা-কাবাব-কোপ্তা বিলানো সম্ভব হয় দরিদ্রের মাঝে কতোটা? ঈদের সূত্র ধরে একে অপরকে বুকে টানে হতদরিদ্রদের বুকে টানে ক’জনে? আজো গ্রামে আছে আন্তরিকতার টান এটা আছে কি ধানমন্ডি-বারিধারা ও গুলশান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।