আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ তোরে খুজি যত...তুই চলেছিস তোর মত....!!!

ইচ্ছে ঘুড়ি......নাটাই ছাড়া উঁড়ে চলছে...

ঈদ মোবারক। রমযানের ঐ রোযার শেষে এলো খুশির ঈদ ............ বলো .. ঈদ মোবারক .. ঈদ মোবারক... ঈদ । আজ ঈদের দিন , সবাই অনেক আনন্দে আছেন আশা করি। আজকের দিনটা সকল মুসলমানের জন্য একটু অন্য রকম। অনেক আনন্দের , উৎচ্ছাসের , উৎসবের ......।

আমি একটা মানুষ যার কাছে আজকের দিনটা অন্য ৮-১০ টা দিনের মতই। শুধু অল্প কয়েকটা তফাৎ। সকালে একটু জলদি ঘুম থেকে উঠা তাও ৮.৩০মিনিটে। গোসল করে পাঞ্জাবী পরে আম্মু-আব্বুকে সালাম করা অতঃপর মিষ্টি খেয়ে নামায। নামায পরে এসে আম্মু-আব্বু থেকে সালামী।

যা পাই তার প্রায় সবটা আবার আমার ভাগীনাকে দিয়ে দেই। বেটা এই বয়সে সালাম করতে শিখে গেছে। অবশ্য সালামী দিতে মজাই লাগে। এই তো ..........আমার ঈদ শেষ। খাবার থেয়ে কম্পিউটারের সামনে অন্যান্য দিনের মত।

কোন কাজ নাই শুধু এক সাইড থেকে অন্য সাইডে ঘুরে বেরানো। জীবনের এই ধাপে এসে দেখি কোন বন্ধু-বান্ধব নাই। কেউ যে বাসায় আসবে বা কারো বাসায় যে যাব সেই রাস্তাই নাই। হায়রে কপাল। কেন যে বন্ধুত্বকে বুঝতে গেলাম।

বন্ধুত্ব জিনিসটা বুঝতে গিয়ে এবং খুজতে গিয়ে দেখি কেউ নাই। বাদ সে কথা......ভালই আছি। গতকাল রাতে যখন নেট ফেন্ডদের প্রিপারেশন শুনছিলাম এবং জানছিলাম তখন হঠাৎ বুকে কেমন যেন লাগলো আর চোখ বদটা ভিজতে শুরু করলো। অনেক কষ্ট পাচ্ছিলাম আবার আনন্দ ও হচ্ছিল ওদের খুশি দেখে। বেপার না সবার সব কিছু পুরণ হয়ে গেলে কিভাবে হবে।

তাইলে তো সবাই উপরওয়ালা ভুলে যাবে। তার কাছে কিছু চাইতে ভুলে যাবে। ...... হৃদয় খানের বলনা গানটা শুনতেছি প্রায় ১ ঘন্টা ধরে। তাই লিখার নামকরনটা এমন। ঈদ সবার জীবনকে আনন্দের বন্যায় ভাসিয়ে দিক।

এই কামনায়। .......... ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।