আমাদের কথা খুঁজে নিন

   

মিস করছি

কে বলেছে আমরা পারিনা। আবারো প্রমাণ হল বাঙ্গালি সব পারে। তিন মিনিটের সেই নীরবতায় সাধারন মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ আমাকে আবেগে আপ্লুত করেছে, চোখের কোণে অনুভব করেছি পানির অবস্হান। মনে হল, ইস্‌! কেন এটা আমার ছাত্রজীবনে হলনা। সেই টি.এস.সি, সেই শাহবাগ, আন্দোলনের কেন্দ্রবিন্দু আমাদের সেই ক্যাম্পাস।

মনে পড়ে গেল ২০০৪ সাল। শামসুন্নাহার হল ট্র‌্যাজেডী আন্দোলন। টি.এস.সি আর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত জেগে আন্দোলন, নিজেদের টাকায় রিটি-কলা খাওয়া; সাথে জাগরণের গান . .. . সেই অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি বর্তমানের বহুকাঙ্খিত বিশাল এই আন্দোলনের সার্বিকতা। খুবই ইচ্ছে করছে সশরীরে যোগ দিতে। কিন্তু, পারছি না।

একেতো থাকি অনেক দুরে, আর সরকারি কর্মকর্তা হওয়ার কারণে আন্দোলনের কোন সুযেগই নেই। খুবই মিস করছি তোমাকে প্রিয় ক্যাম্পাস; সাথে বুকের ভিতরে ভীষন কষ্ট- সরাসরি যোগ দিতে না পারার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।