আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ বাঁধের অসুস্থ প্রভাব

আমি হাই লাইফ জানি না- আমি দশের রাজনীতিতে নজর রাখি । আমি আডডাবাজী, বন্ধুবান্ধব, মিটিং, আর জনতার সঙ্গে মেলামেশা করার মত কাজে বেশি সময় খরচ করি । আমি কিছুটা একগুয়ে, যখন আমি আমার অধিকার ভাবি, তখন আমার রাস্তায় লাল বাতি দেখে থামি না!!

আমাকে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের অসুস্থ প্রভাবের সম্বন্ধে গতকাল একজন বললো । যদিও আমি শিলচরের লোক এবং আমার বরাক ভ্যালির উন্নতি চাই, কিন্তু জনগণের দীর্ঘ ক্ষতি হোক. এটা হতে দেয়া যায় না, হতে পারে না। আমাকে আমার উপত্যকা এই বাঁধটি এবং এর কূপ্রভাব গভীরভাবে উদ্বিগ্ন করে । আমি আপনাদের ইন্টারনেটে আজ এই বিষয়টি নিয়ে পোষ্ট পড়ি। আমি যথাশীঘ্রে এর প্রতিবাদ করতে ইচ্ছা করি। কিন্তু আমি এই প্রকল্পটির উপর তথ্য / বিশদ বর্ণনা চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.