আমাদের কথা খুঁজে নিন

   

আসুন folder লুকাই একটু অন্য ভাবে



folder option এ গিয়ে folder hidden করলে যদি virus দ্বারা পিসি আক্রান হয় তবে খুব ঝামেলায় পরতে হতে পারে আপনাকে। কারন তখন আপনি হয়তো folder option ই আর খুজে পাবেন না। তাই নিচের ধাপ গুলো আপনার জন্য হতে পারে খুবই উপোযোগী। save করুন folder নাম ছাড়া অতঃপর hidden করুন ১। একটি নতুন ফোল্ডার খুলে press alt+255 অথবা press alt+0160 চাপতে হবে।

২। এবার enter চাপুন। তাহলে ফোল্ডারটি সেভ হবে কোন নাম ছাড়া। ৩। এবার সেই ফোল্ডারটির উপর right click করে properties এ যান।

৪। এবার customize এ click করুন। ৫। সেখান থেকে change icon এ click করুন। ৬।

সেখান থেকে ছবিবিহীন একটি icon নির্বাচন করুন এবং ok করে বেড় হয়ে আসুন। এখন কেবল refresh মাত্র করলেই ফোল্ডারটা আপছা ভাবে দেখা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।