আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্লিকে কম্পিউটার এ অনেকগুলো Folder তৈরি

যারা কম্পিউটার দিয়ে বিভিন্ন ফাইল Memory Card-Pen Drive এ লোড দিয়ে থাকেন এ পোস্টটি তাদের জন্য। আসুন দেখি কম্পিউটার এ অনেকগুলো Folder তৈরি।
শুরু করুন:
১. My Computer> Tools> Folder Options…> View> এখন নিচের দিকে দেখুন লেখা আছে যে Hide extensions for known file types. এখানকার টিক চিহ্ন টি তুলে দিন। এখন Apply করে Ok করে বেরিয়ে আসুন।
২. Desktop এ Mouse এর Right Button এ Click করে New থেকে Text Document নির্বাচন করুন।


৩. এবার নিচের লেখাটি কপি করে পেস্ট করুন।
md Image Video Music Tone Audio
৪. Save করে বেরিয়ে আসুন।
৫. এবার হলো আসল কাজ। Text Document টির নামের শেষে দেখবেন .txt লেখা আছে। সেখানে .txt এর পরিবর্তে .bat লিখুন।

এরপর
Yes করে বেরিয়ে আসুন।
৬. এইবার তৈরিকৃত File টা একবার Open করুন।
৭. দেখুন Magic! উপরের Image Video Music Audio এর জায়গায় আপনার মনমত যেকোন নাম দিতে পারেন একটির পর একটি যত খুশি তত। তবে md টা ঠিক রাখবেন।
অনিচ্ছাকৃত ভুল এবং তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ। আমার website http://http://www.TipsBD24.com আমার ফেসবুক আইডি। http://www.facebook.com/ro.rayhan.5

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।