আমাদের কথা খুঁজে নিন

   

তীব্র নিন্দা জানাই ইতালীয় সরকারকে!


আশির দশকে ইতালীতে বেশ ক'বছর কাটিয়েছেন ম্যারাডোনা। ন্যাপোলিতে খেলতেন তিনি। খেলেছেন ৮৪ থেকে ৯১ পর্যন্ত। সেসময় হয়তো ইউরোপীয় লীগ গুলোতে এতো অর্থকরীর ছড়াছড়ি ছিলোনা। ন্যাপোলির এক ক্লিনিকে প্রায়ই যেতেন তিনি। সেখানে তার কিচু দেনা পড়ে যায়। পরিমান প্রায় ৩৭ মিলিয়ন ইউরো। সেই দেনা শোধ করতে কিংবদন্তীর কানের রিংজোড়া নিয়ে নিয়েছে ইতালীয় পুলিশ! ছিনিয়ে নেয়নি, ম্যারাডোনা নিজেই দিয়েছেন। কথা হলো, এতো বড় একজন মানুষ, যিনি মাত্র একজনই, তার এমন আবেগের একটি জিনিস কিভাবে নিতে পার্লো তারা! এই লোক মারা গেলে তার ব্যবহার্য জিনিস পত্র নিলামে দিলেও তো কোটি কোটি ইউরো উঠবে! ধিক, এটা কি সভ্য কোনো দেশ? বছর কয়েক আগে ন্যাপেলিতে এলে ম্যারাডোনার রোলেক্স ঘরিটিও নিয়ে নেয়া হয়েছিলো!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।