আমাদের কথা খুঁজে নিন

   

পতিা পুত্র



স্বপ্নে পিতার মৃত মুখ দেখে টুটে যাওয়া তন্দ্রার ভিতর দেহ চেতনারহিত হলে সদ্য ফোটা ভোরের আলো আবার পৃথিবীকে বাস্তব করে তোলে। পিতার সপ্রাণ অবয়ব জুড়ে ভোরের রোদ হিমের ঠাণ্ডা চোখ উপো করে উষ্ণতা বুলিয়ে দিলে ফিরে আসে সচেতনা ফিরে আসে কিছুটা স্বস্তি। তবুও দিনের মতো মাথার ভিতরে স্বপ্নের গূঢ়ার্থ সন্ধানী অস্বস্তি থাকে জেগে। পিতা মানে কি পুত্রের অজ্ঞাত! কেবল বাবা বাবা বলে পিতার আদলে বেড়ে ওঠা, বড় হওয়া অতঃপর আপন পিতৃত্বে লয়। পিতৃত্ব ছুঁয়ে বোধের প্রান্তে ভেসে ওঠা আÍজ ও আÍজার অবয়বে নিজ পিতৃমুখ দর্শনে উদ্ভাসিত সেই জ্ঞান। এরূপে প্রকৃত ধাঁধা বাঁধা পড়ে নানান কর্তব্যে পিতারূপ পুত্রের অন্তরে। আপনি পিতা আপনি পুত্র জগতের যোগসূত্র অজ্ঞতার মাথা ফুঁড়ে বর্ণে গন্ধে হাত পা ছোঁড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.