আমাদের কথা খুঁজে নিন

   

মনের দুঃখ মনে রইলো রে, বুঝলিনারে সোনার চাঁন্দ (ঈদ নিয়ে বিরাট আফসুসিত পোষ্ট)

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

দুই কিংবা তিন দিন পরেই নাকি ঈদ! যখন ছোট ছিলাম তখন রমজান মাসের পুরা এক মাসই কেমন যেনো একটা উত্তেজনা আর আনন্দ কাজ করতো। কার ঈদের জামাটা কায়দা করে আগেই দেখে ফেলা যায়..আবার কিভাবে নিজের জামাটা কাউকে না দেখিয়ে লুকিয়ে রাখা! কত্ত রকমের যে ছেলেমানুষী! ঈদ নিয়ে আমার বয়সী সব আন্ডা বাচ্চাগুলো মিলে কত্ত রকমের যে জলপনা-কল্পনা আর নতুন নতুন পরিকল্পনা চলত! ঈদের আগের দিন বড় ভাইয়া হরেক রকমের রঙিন কাগজ দিয়ে কেটে কেটে ফুল বানাতো, ভীষন সুন্দর করে সেই কাগজগুলো ডিজাইন করে কেটে "ঈদ মোবারক" লিখে ঘর সাজাতো। আর আমরা পিচকি ভাই বোনগুলো সেসব চোখ বড় বড় করে দেখতাম। শেষ রোজার ইফতারী কোন মতে খেয়ে বাইরে চাঁদ দেখতে যেতাম। চাঁদটা দেখতে না পারলে কি যে ভীষন কষ্ট হতো! তখন সারা উপজেলাটায় দৌড়াতাম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাঁদ দেখার জন্য।

আর যখন চাঁদটা দেখা হয়ে যেতো তখনই তৃপ্তি। এর পর পরই আমাদের পিচ্চিদের একটা ছোট খাটো মিছিল বের হতো চাঁদ দেখার খুশিতে। এই মিছিলের উদ্দেশ্য ছিলো কাল যে ঈদ হবে সেই আনন্দের খবরটা সবাইকে জানিয়ে দেয়া। আমরা সবগুলো চিৎকার করতে করতে পুরো উপজেলাটা ঘুরতাম... "এক দুই সাড়ে তিন রাত পুহালে ঈদের দিন" তারপর সবার বাসায় বাসায় গিয়ে আন্টিদের দাওয়াত দিয়ে আসতাম। সন্ধ্যায় টিভিতে গান চলত... "ওমোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" এত্ত বেশি খুশির চোটে তখন রাতে ঘুমও হতো না।

এত সুন্দর দিনগুলো! এত আনন্দ ভরা ছিলো যে এখন মনে পড়লেই কান্না পায়। ***** এখনকার ঈদগুলো কেমন যেনো পানসে। কোন হই হোল্লড় নেই। এখন আবার আফসুসের/কষ্টের কথায় আসি। এইবার ঈদ যদি রবিবার হয় তাহলে সেদিন আমার জব থাকবে।

জব থেকে এসে এত টায়ার্ড থাকবো যে ঈদের আনন্দে যে লাফালাফি করতে হয় সেটার কথা মনেও থাকবে না। তারপরের কেচালে আসি। সোমবারে আমার পরীক্ষা তাও আবার যেনো তেনো পরীক্ষা না একেবারে ইন্টারমিডিয়েট একাউন্টিং পরীক্ষা আবার ওদিনই এই ক্লাসের এসাইনমেন্ট ডিউ। এই এসাইনমেন্টগুলো করতে কোন দিক দিয়ে যে দিন শেষে রাত গড়ায় টেরও পাইনা। আর দিনের শেষে রাত আসে ঠিকই কিন্তু অংকের হিসাব মিলে না আবার যদি দোয়া করি যে সোমবারে ঈদ হোক তাহলে পরীক্ষা আর এসাইনমেন্টের ঝামেলার পর বিকেলে বাসায় এসে একটু মজা করবো////সেটারও কোন চান্স নেই।

মঙ্গলবারে হলো আরেকটা পরীক্ষা **** আমার এইবারের ঈদও পুরা মাটি। ঈদের জামাটা কিনার পর একটু পরছিলাম কয়েক মিনিটের জন্য...ওই এতটুকুই....ঈদের জামা পড়ারও মনে হয় চান্স পাবো না। কষ্ট কষ্ট কষ্ট। জীবনটাই ডাল লাগতেছে...কোন মজা নাই। লেখাপড়ার কেচালে ইচ্ছা করে বনবাসে চলে যাই।

একটা গান দেই, লেখার সাথে গানের কোন মিল নাই তবুও দিলাম Click This Link *********** যাইহোক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার মত পচা যেনো না কাটে দিনটা। অনেক অনেক সুন্দর কাটুক আর সবাই সুস্থ থাকুন (বেশি খাওয়া দাওয়া করে অসুস্থ যেনো কেউ না হয় ) ঈদ মোবারাক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.