আমাদের কথা খুঁজে নিন

   

যদি ভালোবাসা দাও, তবেই না মেঘেরা ঝরাবে বৃষ্টি,

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

যদি ভালোবাসা দাও, তবেই না মেঘেরা ঝরাবে বৃষ্টি, শাফিক আফতাব ভেতরে যদি প্রাণ থাকে__তবেই তো প্রেম যদি রক্ত থাকে তবেই তো চেতনা___ গঠনকৌশলে যদি না থাকে ফ্রেম ; তাকে তুমি কী করে বানাবে খাটিঁ সোনা ? তুমি যদি কাছে আসো__তবেই তো ঝর্ণার ধারা; যদি দূরে থাকো তাহলে না কৃত্রিম ফোয়ারা__ যদি দাও ভালোবাসা, তবেই না মেঘেরা ঝরাবে বৃষ্টি, যদি কাছে না থাকো__কেমনে প্রজন্ম সৃষ্টি। ভূমিকে যদি উর্বর করি, তবেই না ছিটাবো বীজ, উষরতায় জন্মাবে ভূতপ্রেত আর অজাত প্রতারক__ যদি দুর্নীতির অর্থে নেয় খাস জমি লীজ : সে জমিতে জন্মিবে গাঁজাখোর আর চতুর ঠক।

পবিত্র গ্রন্থ পড়ে শুদ্ধ সত্য হয় হে জননীর সন্তান__ জনক তুমিও খারাপ নেশা ছাড়া__থেকোনা পালোয়ান। ৩১.০৮.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।