আমাদের কথা খুঁজে নিন

   

Cross এর গুষ্টি উদ্ধার

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
Cross - শব্দটার অর্থ অভিধানে অতিক্রম, পেরনো বা নির্মূল অনেক কিছুই হতে পারে। আজ Cross এর গুষ্টি উদ্ধারের দিন.........তবে একটু অন্যভাবে........ Cross কানেকশন: সাম্প্রতিক ডিজিটাল ফোন আর মোবাইলের ঝড়ে অতীতের Analog ফোনগুলোকে প্রায় ভুলেই গিয়েছি আমরা। Cross কানেকশন ছিলো তখনকার নিত্তনৈমিত্তিক ঘটনা। জামাই বউ প্রেম পিরিতির কথা কইছে....অমনি মাঝখানে বেজে উঠলো কর্কশ ধ্বণি - "হ্যালো! এইডা কি কাশেম হার্ডওয়্যার......."। অতঃপর অপর ভদ্রলোককে এটা যে কাশেম হার্ডওয়্যার না তা বুঝাতে বুঝাতে জান শেষ এবং অল্পক্ষণের মাঝেই ফোন লাইন কেটে পুণরায় করা।

অনেকে Cross কানেকশন পেলে চুপ করে অপর প্রান্তের কথা শুনতেন ও স্বভাবতঃই ব্যাপক মজা লাভ করিতেন। Cross ফায়ার: অভিধান বলে Cross ফায়ার হচ্ছে দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে নিহত হওয়া বা ঐ অবস্থায় পতিত হওয়ার ঘটনা। অবশ্য RAB সম্ভবতঃ আমার সাথে দ্বিমত প্রকাশ করতে চাইবে। বাংলাদেশে Cross ফায়ার শব্দটির অর্থ দাঁড়িয়েছে - বিচার ব্যবস্থাকে CTN দিয়ে অস্ত্র উদ্ধারের নামে রাত-বিরেতে অপরাধীকে নদীর পাড়, বালুর ঢিবি, খোলা প্রান্তরে নিয়ে গিয়ে ঢিসকাঁও-ঢিসকাঁও করে মিডিয়াকে খবর দিয়ে জানানো তার নামে কোন থানায় কতটি মামলা ছিলো। Cross ফায়ারের প্রতিশব্দ হচ্ছে Encounter।

কেউ কেউ Cross ফায়ারকে দেখেন ন্যায় বিচারের মাধ্যমরূপে আবার কারো কাছে বা Cross ফায়ার মানবতার প্রতি হুমকিস্বরূপ। আরো এক প্রকার Cross ফায়ার আছে, এটি হচ্ছে দু'টি গ্রাফিক্স কার্ডকে সমন্বিতভাবে কাজ করানোর একটি প্রযুক্তির নাম। রেড Cross: Cross ফায়ারের মানবিক দিক নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে প্রশ্ন নেই রেড Cross তথা রেড ক্রিসেন্টের মানবিক দিক নিয়ে। সেই ১৮৬৩ সাল থেকে সংস্থাটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত আছে। যুদ্ধক্ষেত্রে নিরপেক্ষভাবে ও সাহসীকতার সাথে চিকিৎসা সেবা দেয়া থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগকালে ত্রাণ সরবরাহ এসব কিছুই করে আসছে সংস্থাটির রেড Cross।

বর্তমানে সংস্থাটির বিশ্বব্যাপী ৯ কোটি ৭০ লক্ষ স্বেচ্ছাসেবী সদস্য আছে। আমাদের দেশের ঔষধের দোকান, ডিসপেন্সারী আর ফার্মেসীগুলো ও হুদা কামেই মাহত্ম্য অনুধাবন না করেই রেড Cross ও রেড ক্রিসেন্টের চিহ্ন দু'টি বহন করে। ব্লু Cross: এটি একটি দুধ ও কনডেন্সড মিল্ক উৎপাদনকারী ব্র্যান্ডের নাম। জীবনে চেখে দেখি নাই। লোকমুখে শোনা এটা নাকি এদেশে কনডেন্সড মিল্কের প্রচলক -জানি না সত্যি কিনা।

হলিCross: ঢাকার স্বনামখ্যত গার্লস স্কুল ও কলেজ যা অস্বাভাবিক ভর্তি প্রক্রিয়া আর স্টাইলিশ এ্যাটিচিউডের ছাত্রীদের জন্য পরিচিত। রেল Crossing: এটার অর্থ খুঁজতে আর অভিধানে গেলাম না। তবে বাংলাদেশের রেল Crossing ইতিহাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শনস্বরূপ বাংলা এ্যাকাডেমী চাইলে আগামী বছর এটার সমার্থক শব্দ হিসেবে "মরণফাঁদ" বা "মৃত্যুকূপ" প্রভৃতি শব্দগুলো অন্তর্ভূক্ত করতে পারে। ঢাকার দু'টো বিখ্যাত রেল Crossing হচ্ছে মালিবাগ আর মগবাজার রেল Crossing। না জানি কতোবার এই দুইটায় গাড়ি চিপাতে পইড়া স্যান্ডউইচ হইসে! সম্প্রতি ATN Bangla মগবাজার রেল Crossing এর দুর্ঘটনার দৃশ্য ধারণ কইরা যে ফালাফালি শুরু করসিলো তাতে রিপোর্টার আর মাহফুজুর রহমানরে ঠাঠায় চটকনা মারতে মন চাইসিলো।

বিশেষতঃ ঐ রিপোর্টারের এইরূপ কথাবার্ত শুইনা হাত পা নিশপিশ করতে ছিলো - "আমি Luckily ঐ যায়গায় ছিলাম"; "আমাকে মানুষ ফোন দিয়ে জিজ্সে করসে ভাই আপনি কিভাবে এমন একটি স্মরণীয় দৃশ্য ক্যামেরাবন্দি করলেন। " আরেহ্ ব্যাটা, এইটা একটা দুর্ঘটনা - এইটাতে সৌভাগ্যের কি দেখলি? হ্যার ভাব দেইখা AXN, Discovery, National Geographic Channel আর Star World এ সারাদিন ধইরা দুর্ঘটনার দৃশ্যাবলী লইয়া বানানো Video Zonkers আর Destroyed in Seconds টাইপ অনুষ্ঠানগুলিরে নগণ্য মনে হইতেসিলো। সহজ সরল কথায় - পার হয়ে যায় গরু, তয় পার হয়না গাড়ি, দুই ধার আটকা তার, মাঝে মৃত্যু-খাঁড়ি জেব্রা Crossing: এইটার নাম আমরা শুনছি, কিন্তু ব্যবহার - রাম রাম! ক্যান করমু এইটা ব্যবহার আমরা? আমাদের যে চলন্ত রাস্তা দিয়া দৌড়াইতে ভালো লাগে বেশি, আইল্যান্ডরে আমরা বেশি ভালা পাই। আবার এইভাবে রাস্তা পাড় হইতে গিয়া চাপা পইড়া অনেকে "মেধাবী" উপাধি লাভ করে, কয়েকদিন ভার্সিটি বন্ধ থাকে স্পিড ব্রেকারের দাবীতে, ভিসির পদত্যাগের দাবী - ঐচ্ছিক। Crossword: এ ধাঁধাঁ বা খেলাটি শব্দছক বা শব্দজট নামেও পরিচিত।

অনেকে দৈনিক পত্রিকাতেই পাওয়া যায়। Cross এর ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক মাহত্ম্য ও নানাবিধ কপি-পেস্ট তথ্যাবলী: Cross খ্রীষ্টান ধর্মের প্রতীক। একাধিক দেশের পতাকায় Cross আছে। কারো নাম বা ছবিতে Cross দেয়াকে ঐ ব্যক্তিকে খুন/নিশ্চিহ্ন করার ইঙ্গিতবহ! কোন কিছুর ভুল (বিশেষতঃ পরীক্ষার খাতায়) নির্দেশ করতে Cross ব্যবহৃত হয়। ইদানিং বাজারে যে লাল মুরগী (ফার্মের মুরগীর মতো নাদুশ-নুদুশ নয় আবার দেশী মুরগীর মতো টিঙটিঙেও নয় এমন লাল মাংস বিশিষ্ট মুরগী যার হাড্ডি চিবুনো মনুষ্য কর্ম নয়) পাওয়া যায় তাকে অনেকে Cross মুরগী বলে থাকেন - হয়তো নামটা এসেছে Cross ব্রিডিং থেকে।

Cross Over নামে লিনাক্সের একটি সফটওয়্যার আছে (Wine থেকে উদ্ভূত) যা দিয়ে লিনাক্সে উইন্ডোজের অনেক সফটওয়্যার আর গেইম চালানো যায়। Cross-examination আদালতের একটি বিচারকার্যের একরকম পদ্ধতি। Cross-matching রক্তের একটি পরীক্ষার নাম যার মাধ্যমে কোন রক্ত/অঙ্গদাতার সাথে যাকে প্রদান করা হবে তার Compatibility পরীক্ষা করা হয়। অপারেটিং সিস্টেমগুলোর GUIতে Cross বাটন উইন্ডো বন্ধ করতে ব্যবহৃত হয়। কারো আরো কিছু জানার দরকার হলে: http://en.wikipedia.org/wiki/Cross
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।