আমাদের কথা খুঁজে নিন

   

Privacy Winner দিয়ে সমস্ত ইন্টারনেট এবং কম্পিউটার এক্টীভিটী রিমুভ বা ডিলিট করা


1Privacy Winner হচ্ছে উন্ডোসের একটি ফ্রী প্রাইভেসী টূল যার মাধ্যমে কমপ্লিট রিমুভ বা ডিলীট করা যাবে সমস্ত ইন্টারনেট এবং পোগ্রাম এক্টীভিটী। এর মাধ্যমে সহজেই রিমুভ করা যাবে ইন্টারনেট হিস্ট্রী,সার্চ হিস্ট্রী,উইন্ডোস হিস্ট্রী,এবং চ্যাট হিস্ট্রী। এটি Internet Explorer, Netscape, Opera, এবং Firefox এই সমস্ত ব্রাউজারকে সার্পট করে। ইনস্টল থাকা ম্যাসেঞ্জার ছাড়াও এটি ওয়েববেস ম্যাসেঞ্জারগুলি থেকেও সমস্ত হিস্ট্রী রিমুভ করে ফেলে। এপ্লিকেশটি রান করে ক্যাটাগরী বা পোগ্রাম বেছে নিতে হবে যার হিস্ট্রী রিমুভ করার দরকার থাকবে এবং Scan ট্যাবে ক্লিক করতে হবে।

Scan কমপ্লিট হলে এগুলিকে পার্মানেন্টলী ডিলীট করার জন্য Delete all ট্যাবে ক্লিক করতে হবে। বিভিন্ন ব্রাউজার দিয়ে ব্রাউজ করা Junk ফাইল,থার্ড পার্টী এপ্লিকেশন এবং অনান্য রান্ডাম এক্টীভিটী রিমুভ করার জ্যন junk ট্যাবে ক্লিক করতে হবে। এবার junk files catalogues থেকে ফাইল সেলেক্ট করে Scan ট্যাবে ক্লিক করতে হবে। স্ক্যানিং কম্পলিট হলে Delete all ট্যাবে ক্লিক করে এগুলিকে রিমুভ করা যাবে। ট্রাই Privacy Winner Somewhare blog এ লেখা সমস্ত পোস্ট আমার বাংলা ব্লগ থেকে কপি-পেস্ট করা হয়েছে।

আপনাদের মধ্যে কারও পোস্ট ভাল লেগে থাকলে এবং অনান্য আরও পোস্টের জন্য আমার বাংলা ব্লগে ভিসিট করে দেখতে পারেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।