আমাদের কথা খুঁজে নিন

   

বয়কট নাকি বিজ্ঞাপন

http://www.facebook.com/makeupclasskormuken ইসলামী ব্যাংক এবং অন্যান্য কিছু প্রতিষ্টান গুলোকে বয়কট করতে বলায়, এই প্রতিষ্টানগুলোর খুব একটা সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। বরং তাদের বিজ্ঞাপন হচ্ছে, এবং এতে তাদেরই লাভ হবে। ফোকাস যে একটা কোচিং সেন্টার সেটা আমি জানতাম না, এখন জানি। ইসলামী ব্যাংক এর Credit Rating যে AA+ সেটাও আমি জানতাম না, এখন জানি। গ্রামীন ফোন এর পর ইসলামী ব্যাংক কর দেওয়ার দিক থেকে দিতীয় সেটাও আমি জনতাম না।

কাজেই মানুষ এই প্রতিষ্টানগুলোর ব্যাপারে আরো জানবে এবং তাদের বিজ্ঞাপন হবে বিনা খরচে এবং তারা সব টিভি চ্যানেল এর হেডলাইন হচ্ছে। কোনো প্রতিষ্টান কে মোকাবেলা করতে হয় সার্ভিস ভাল দেয়ার মাধ্যমে। পাবলিকলি বয়কট করে কোন কিছু বন্ধ বাংলাদেশ এ হইছে বলে আমার জানা নাই। এর একটা প্রমান হল ইসলাম এবং আমাদের রাসুল কে নিয়ে কারটুন আকানো এবং অপমানকারি দেশ গুলোর পন্য পাবলিকলি বয়কট করার অনেক বার চেষ্টা করা হইছে কিন্তু কোন লাভ হয় নাই বরং তাদের পন্যের বিক্রি হয়তো আরো বেরে গেছে। আরেকটা প্রমান(এইটা যদিও পাবলিকলি বয়কট নয়) হল ডঃ ইউনূস।

সরকার এবং আরো অনেকে এই একজন লোক এর বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছে কিন্তু তার জনপ্রিয়তা আরো বেরে গেছে। আরো মজার ব্যাপার, আমি কখনো দেখিনি ডঃ ইউনূস এইসব ব্যাপারে পাবলিকলি কখনো নিজের সাফাই গাচ্ছেন এবং সরকার ও আরো অনেকের সমালোচনার জবাব দিচ্ছেন। মানুষ নিজেই সব উত্তর খুজে নেয়। আরেকটি প্রমান AIRTEL দুরনীতি। অনেকেই তখন বলেছিল AIRTEL কে পাবলিকলি বয়কট করতে কিন্তু সম্ভবত এখন AIRTEL সবথেকে বেশি Growing কোম্পানি বাংলাদেশে।

আমার কথা মানুষ একটা কোম্পানি থেকে তখনই সরে আসে যখন মানুষ অন্য কোথাও ভাল সার্ভিস পায়। বাংলাদেশ এর Ideal School & College or Viqarunnisa Noon School & College নিয়ে তো কম সমালোচনা নেই। তবুও অনেকেই এইখানেই পড়তে চায়। কারন যতই সমালোচনা থাকুক এই প্রতিষ্টানগুলো অন্য অনেক প্রতিষ্টানগুলোর থেকে ভাল সার্ভিস দেয়। তার ভিতর বাংলাদেশ এর সোনালি ব্যাংক এর SCAM এর পর মানুষ ইসলামী ব্যাংক বয়কট করে কোন প্রতিষ্টান এ একাউন্ট খুলবে সেটাও সাধারন মানুষ কে জানানো উচিত যারা গ্রামীন এলাকায় থাকে তাদের জন্য।

অর্থনীতির দ্রিষ্টিকোন থেকে এই ব্যাংকটির গুরুত্ত কম নয়। এই ব্যাংক এর ২৭৬ টি শাখায় হাজার হাজার মানুষ কাজ করে। তারা যদি বেকার হয়ে যায় তাহলে দেশে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। এমনিতেই বাংলাদেশ এ বেকারত্ত একটি বড় সমস্যা সেটা ভুলে গেলে চলবে না। এই ব্যাংক এর গ্রাহকত্ত কম নয়।

তারা যদি কোন ভাবে ক্ষতির শিকার হয় তাহলেও দেশের জন্য ভাল কিছু বয়ে নিয়ে আসবে না। সরকার এসব মাথায় রাখে বলেই Destiny একেবারে বন্ধ করে দেয় না। কারন এখানে সাধারন মানুষ এর ভাগ্য জড়িত এবং অর্থনীতি ও সামাজিক অস্থিরতার দিক থেকেও এটি একটি গুরুত্ত বহন করে। আর কোন ভাবে যদি দেশের কোন ব্যাংক fall করে তাহলে সেই দেশ অর্থনীতির দিক থেকে কয়েক বছর পিছিয়ে পরতে পারে। আমি যামাত শিবিড় কোন টাই support করি না।

আমি সুধু বলতে চাই, আমার মতে, এইসব প্রতিষ্টান গুলোকে মিডিয়ার Headline করায় তাদের ক্ষতির থেকে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।