আমাদের কথা খুঁজে নিন

   

তিরোধিত স্মৃতিচারন

ছায়াহীন দৃশ্যময় বিচড়ন

কবিতায় তুমি মেঘ হয়ে ভেসে ভেসে উড়ে যাও বৃষ্টির ছাট অঙ্গে মাখিয়ে তুমি হেটে যাও। রুপলী রং গালে মাখিয়ে তুমি চাদ ছোও কপলে তোমার টিপ হয়ে এক ফোটা রক্ত। কাগজে কালিতে লিখে যাই একে যাই প্রতিনিয়ত তোমায় অথচ এখানে তুমি নেই তুমি নেই কবিতায় তুমি কবিতায় তুমি অথচ এখানে তুমি নেই তুমি নেই। । ।

। কবিতায় তুমি রাত হয়ে রাঙাও এ ভীরু মন জাগালে আবার স্বপ্ন দেখার নব শিহরণ। তোমার এক হাতের কাচরে চুড়ি ভাঙলে কবিরা সব ভাঙ্গে বিষণ্নতায় নীলাকাল থেকে তৈরী তোমার শাড়ীর আচলে তারারা হাজার হাজার এসে বসেছে নিরবে নির্জনে অনব হতাশায় একা তোমারই আশায় অথচ এখানে তুমি নেই তুমি নেই। কবিতায় তুমি কবিতায় তুমি অথচ এখানে তুমি নেই। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.