আমাদের কথা খুঁজে নিন

   

কালনীর তীরে অন্য এক শাহ



ঝকঝকে শরতের রোদ্দুরের নিচে আপনি শুয়ে থাকলেন কালনীর তীরে। হৃদয় রক্ত লেগে ঝরে যেতে থাকলো ফুলগুলি আপনার দেহের উপর। আর কী অমোঘ আপনার গানের মতো,'মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন'- এই বাক্য সত্য উপচে পড়া মানুষের- ই অশ্রুসিক্ত জলে।যেন হৃদয়ের নিচ থেকে উত্থিত টলটলে হ্রদ। হাছনের লালনের পথ ধরে কী অবাক ভাটির জলের তোড়ে ভেসে আসে বাউল সম্রাট।জলের কহ্লারে গান হয় মাটি ও মানুষের হৃদয় সিম্ফনি। সম্রাট যদিও তবু নাছোড় দারিদ্র্য তোমাকে ছাড়েনি কখনো। দারিদ্রের সিংহাসনে চড়ে সম্রাটের মতোই তুমি চলে গেলে মাটির কোলাজে। 'গাড়ি চলেনা,চলেনা,চলে নারে'- বলে থেমে গেলে অবশেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।