আমাদের কথা খুঁজে নিন

   

মরমী বাউল মন ( স্বর্গীয় বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে ) !!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "

গুরু তোমার চরণ ধরিয়া পার হইতে চাই আমি অথৈই দরিয়া। আমি অধম নীচ অতি দীন হীন জন,সাধন নাহি জানি , শুধু তোমার প্রেমে মত্ত হইয়া তোমারি পথ চিনি গুরু একবার দেখা দাও গো মোরে দেখি পরাণ জুড়াইয়া..............। অভাগার অন্য পথ নাই স্বল্প পুঁজি , তুচ্ছ অতি , বিশ্বাসে তুমি, আছো গো গোঁসাই ।

পংকিল পথে ঘুরি ফিরি তুমি বিনে গুরু রোজগারী ও নাই। তাই পড়ে থাকি পথের ধারে যিকির করি হৃদমাজারে তোমার নাম জপিয়া জপিয়া.............। অবেলায় ডাকি তোমারে কোথায় লুকাইলা দয়ালগো খুঁজি তোমারে । চোখের দুয়ারে জলের বাধায় দেখি না তোমায় মনের মাঝে পদ্মগোখরা, তোমার চরণে দিও ঠাঁয়। তোমার নির্দেশ বিনে 'ভ্রমর ও খায়না মধু' পড়ে পুষ্প শুকাইয়া ।

আনমনে ডাকি তোমার চরণ ধরিয়া পার হইতে চাই আমি অথৈই দরিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।