আমাদের কথা খুঁজে নিন

   

প্রযুক্তিকে ব্যাবহার করে কালো কালো অধ্যায়ের সূচনা হয়েছে অনেক (প্রসঙ্গ সেল ফোন পিস্তল)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
সেল ফোন পিস্তলের সূচনা হয়েছে কয়েকবছর আগেই। দেখতে একটা সাধারণ সেল ফোনের মতোই লাগে। কিন্তু সত্যিকার অর্থে এর ডিজিটাল ইন্টারফেসটা একটু অন্যরকম। এই ইন্টারফেসটা ব্যাবহার করে প্রতি রাউন্ডে চারটি করে গুলি করা সম্ভব। সুতরাং দেখতে মোবাইল ফোনের মতো হলেও এটাকে একটা শক্তিশালী পিস্তল বলা চলে।

-------------------------------------------------------------------------------- এই সেটটির মাঝ বরাবর খুব সুন্দর করে আলাদা করা যায়, মাঝখান বরাবর বামদিকে প্রেসার দিতে হয়। এরপর এতে চার চারটি বুলেট লোড করা যায়। বুলেট লোড করা শেষে ডান দিকে প্রেসার দিয়ে লাগাতে হয়। তারপর ৫, ৬, ৭, ৮ প্রেস করলেই একটার পর একটা বুলেট বের হয়ে আসে সামনের এন্টেনা দিয়ে। ------------------------------------------------------------------------------- ইউটিউব ভিডিও ------------------------------------------------------------------------------- তবে এই পিস্তল দিয়ে ছিনতাই করাটা খুব একটা সহজ হবেনা! অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে।

ছিনতাইকারীকে এটার কারুকাজ দেখানোর জন্য হয়তো একটা বুলেট ও খরচ করতে হতে পারে। নয়তো দেখা যাবে ছিনতাইকারী অসহায়ের মতো বলছে, "ভাই সত্যিই এটা পিস্তল, সামনের ঐটা এন্টেনার মতো দেখাইলেও এর ভিতর দিয়া কিন্তুক গুলি বাহির হয়!!" যেসব ছিনতাইকারীরর কলিজা একটু ছোটো তারা হয়তো শেষ পর্যন্ত কানতে কানতে বাসায় গিয়া আব্বা-আম্মারে বলবো, "বিশ্বাসই করাতে পারলামনা যে এইটা পিস্তল!!" (আপেডেট রাত ১ টা)
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।