আমাদের কথা খুঁজে নিন

   

বগড়ায় ইফতার/ডিনার/সেহেরী (আজাইরা....পুষ্ট)



গতকাইল ছিল আমার বিশিষ্ট খদ্দের এর ইফতার মাহফিল । খদ্দেররে খুশি রাখার জইন্য 300 মাইল দৌড়াইয়া ঢাকা থেইকা বগুড়া পৌছাইতে পৌছাইতে ইফতার শেষ । রাইত তহন পৌনে দশ । আলীআহম্মদের কাবাব-রুটি দিয়া ডিনার খাইয়া সেলিম হোটেল থেইকা খাবার নিয়া ফিরছি । ওগের কথানুযায়ী খাওয়ার ফ্যানের নিচে খোলা রাইখাও সেহেরীতে টক খাওয়ারই খাওয়া লাগছে (বগড়াতে আমার আবার ফ্রীজ নাইক্কা)..... আইজ খদ্দেরের সইন্মানে আমিই ইফতার মাহফিল দিতেচি...."ক্যাসেল সোয়াদ" থেইকা ইফতার+বিরানি রোস্ট আসিচ্চে.... রাইতেই ডাকা ফিরতাম ছাই.... ...যদি না ফিরতাম ফারি তাইলে আবার বগরার ঝাইল্লা টক তরকারি (!!!) । বগড়ায় ডিনার/সেহেরী নিয়া কারু সাজেশন থাকলে আওয়াজ দিয়েন (বেতগাড়ীর কাছে হইলে খুব বালা)........ রোজা থাইকা শুধু ভালা ভালা খাইতে মঞ্চায়....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.