আমাদের কথা খুঁজে নিন

   

"আমার দেখা মুক্তিযুদ্ধ"- কালেকশনে রাখতে পারেন।

হাম্বালীগ হৈলে অফ যা। রাজাকার হৈলে গদাম।

এদেশে প্রবীণ মেধাবীজনদের তালিকায় তিনি পড়েন কি-না আমার জানা নেই। কারণ ক্রিস্টাল ক্লিয়ার। তিনি দলবাজি করেন না।

নিরপেক্ষ মানুষ। সবাইকে আজীবন একথাই বলে এসেছেন। প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিন। অবসরপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,ঢাকা। সাবেক চেয়ারম্যান, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।

প্রাক্তন অধ্যক্ষ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী। প্রাক্তন ডীন, শিক্ষা অনুষদ, রাবি। কাউন্সেলর, টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা। এ পর্যন্তই তাকে আমি জানি। কয়েক মাস আগে একটি অফিসিয়াল অ্যাসাইনমেন্টের কাজে তার বাসায় যাই।

বনানীস্থ চেয়ারম্যান বাড়ি। আওয়ামী লীগের সাংসদ হাজী সেলিমের বাড়ির বিপরীতে তার বাসভবন। আমার অ্যাসাইনমেন্ট ছিল মূলত: তার কাছ থেকে একটি লেখা নিয়ে আসা। আসার সময় তিনি তার লেখা দু'টি বই আমাকে উপহার দেন যার একটি ছিল "আমার দেখা মুক্তিযুদ্ধ"। সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য এতদিন তা পড়ে দেখা হয়নি।

কাল রংপুর যেতে যেতে বইটির এক-তৃতীয়াংশ শেষ করলাম। ভীষণ ভাল লাগল। আজ রাতেও পড়ব। যতটুকু পড়েছি, তাতে মনে হল আসলেই নিরপেক্ষ মননে লেখা হয়েছে এর পুরো আঙ্গিক। সমসাময়িক প্রেক্ষাপটে আমরা যাদেরকে আজ দেখছি, তাদের তৎকালীন তৎপরতাও জানা যাবে বইটিতে।

ঢাবির শিক্ষার্থী ও উত্তরবঙ্গের সন্তান হওয়ায় স্যারের লেখায় এ দু'টি ধারা লক্ষণীয়। ৪৭,৫২, ৫৪,৬৯ হয়ে ৭১'এ স্যারের অভিজ্ঞতা আমাদের প্রজন্মের কতটুকু কাছাকাছি আসতে পারে, সেজন্যই আমার এ পোস্ট। প্রকাশ করেছে গ্লোব লাইব্রেরী। গায়ের মূল্য ১৫০ টাকা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.