আমাদের কথা খুঁজে নিন

   

আমার খুব জানার ছিল সংহতি প্রকাশ করার জন্য????

আজকের এই শাহবাগ আন্দোলনের সাথে আমার সংহতি প্রকাশ করা হয়নি একটা বিশেষ কারনে যে আপনারা পূর্ববর্তী ব্লগে জেনেছেন। আবারও বলছি যদি এ আন্দোলনে দেশের গুরুত্বপূর্ন দাবী ( সাগর রুনি হত্যাকান্ড, শেয়ার কেলেঙ্কারি) সহ অন্য দাবি গুলো আসেনি। যে কথা আমি সহ অন্যরা ও বলছে যে কারণে টিভি তে বলতে শুনেছি এটা শুধু ৭১ এর জন্য অন্য কোন আন্দোলনের জন্য নয়। আমি বলব ৭১ যুদ্ধ হয়ে স্বাধীন হওয়ার জন্য সমঅধিকার পাওয়ার জন্য যেটা তো পাইনি। বরং পেয়েছি একটি বিশেষ এলাকার লোক বেশি সুবিধা পাচ্ছে। যাক সে কথা তারপরও যদি সকল যুদ্ধঅপরাধী যেমনটি বলেছেন কাদের সিদ্দিকি -- সে অনুযায়ী যদি আজ মহা সমাবেশে মখা আলমগীর, সাজেদা চৌধুরী, খ. মোশাররফ, কামরুল সহ সকল যুদ্ধাপরাধীদের ফাসি দাবী করা হয়। তবেই এই মহা সমাবেশ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হবেনা। আন্দোলনে পাবে আরো ৪০% (বিএনপির) সমর্থন। তবেই আমার মত অনেক যুবক এ আ্ন্দালনে সংহতি প্রকাশ করতে পারবে আর যদি তা না হয় তবে বুঝতে হবে যে এটাচলছে ভোটের রাজনীতি........????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।