আমাদের কথা খুঁজে নিন

   

ফিৎরার নিয়ম। কোন কোন দ্রব্য দ্বারা ফিৎরা আদায় করতে হবে? টাকা-পয়সা দ্বারা ফিৎরা আদায় করা যাবে কি?



হাদীসে ফিৎরা প্রদানের ব্যাপারে বিভিন্ন খাদ্যশস্যের নাম সহ সাধারণ ভাবে ' ত্বা-আম’ বা খাদ্যের কথা এসেছে। যা দ্বারা পৃথিবীর সকল খাদ্যশস্যকে বুঝানো হয়েছে। সরাসরি চাউলের কথা উল্লেখ না থাকলেও চাউল যে ' ত্বা-আম’ বা খাদ্যের অন্তর্ভূক্ত তাতে কোন সন্দেহ নেই। কিন্তু ধান সরাসরি খাদ্য নয়। যবের উপরে ধানের কিয়াস করা যাবে না ।

কেননা যব খোসা সহ পিষে খাওয়া যায় । কিন্তু ধান খোসা সহ পিষে খাওয়া যায় না্‌ , আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, আমরা এক ছা’ করে ' ত্বা-আম’ (খাদ্য) ফিৎরা হিসাবে প্রদান করতাম অথবা যব, খেজুর, পনির ও কিসমিন থেকে এক ’ছা ’করে প্রদান করতাম (বুখারী, মিশকাত হা/১৮১৬’ছাদাক্বাতুল ফিতর’ অনুচ্ছেদ)এক ’ছা’ মানে ২.৫ কেজি , ২৫০০কিলোগ্রাম বা আড়াই কেজি ”জন প্রতি” কোন কোন মোহাদ্দ্বীস এর মতে এক 'ছা'= ৩ কেজি । সুতরাং বাংলাদেশের প্রধান খাদ্য হিসাবে চাউল দ্বারা ফিৎরা প্রদান করাই শরী’আত সম্মত। টাকা -পয়সা দ্বারা ফিৎরা প্রদান করার কোন প্রমান নেই। রাসুলুল্লাহ (ছাঃ) এর যুগে সোনা-রুপার মুদ্রা বাজারে চালু থাকা সত্ত্বেও তিনি খাদ্যবস্তু দ্বারা ফিৎরা দিয়েছেন এবং ঈদগাহের উদ্দেশ্যে বের হবার পূর্বেই তা জমা করার নির্দেশ দিয়েছেন।

(বুখারী, মুসলিম, মিশকাত হা/১৮১৫-১৬, ছাদাক্বাতুল ফিতর ’ অনুচ্ছেদ)। আজও সৌদিআরব সহ সকল আরব দেশের মুসলমানগন তাদের খাদ্য দ্বারা ফিৎরা দিয়ে থাকেন। ফিৎরা প্রদানকারীকে মনে রাখতে হবে, সে ও তার পরিবার যে মানের ও যে দামের চাল খান, সে মানের ও সে দামের চাল দিয়ে ফিৎরা দিতে হবে, এর চেয়ে কম দামের চাল দিয়ে ফিৎরা দেয়া যাবে না। আপনার ঘরে যে কাজের লোকটি আছে তার ফিৎরা ও আপনাকেই দিয়ে দিতে হবে। আরো মনে রাখতে হবে, ঈদের আগের দিন জন্ম নেয়া শিশু (মানে ঈদের দিন যার বয়স ১ দিন এবং ঈদের নামাজের পূর্বে যে শিশুর জন্ম হয়েছে) তার ও ফেৎরা দিতে হবে।

বিঃদ্রঃ ফিৎরা প্রদানকারী খাদ্যবস্তু দিয়ে ফিৎরা দিবে এবং ফিৎরা গ্রহণকারী ইচ্ছা করলে সে খাদ্যবস্তু নিজে পরিবার সহ খেতে পারেবে অথবা আংশিক বা পুরুটাই বিক্রি করতে পারবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।