আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকিপিডিয়ানদের অনলাইন আড্ডার গল্প

আমার পথে পথে পাথর ছড়ানো...

ভণিতা: একটি আড্ডার গল্প বলার জন্যে আমার এই ব্লগসাহিত্যের অবতারণা। খুব যে শখ করে লিখছি তা নয়। আমি হচ্ছি পাঠক মানুষ, পড়তে ভালোবাসি, লিখতে নয় - কিন্তু তারপরও অনুরোধের ঢেঁকি গিলে ব্লগিং এর এই দুনিয়ায় আমিও শামিল হয়ে গেলাম। তা যা বলছিলাম - আড্ডার গল্প। কিসের আড্ডা? না আর কিছু না, বাংলা উইকিপিডিয়ানদের প্রথম অনলাইন আড্ডা।

আড্ডার বিষয় ছিল উইকিমিডিয়া চ্যাপ্টার বাংলাদেশ তৈরি। বাংলা উইকিপিডিয়াকে নতুন করে চেনাবার কিছু নেই, শ্রদ্ধেয় রাগিব ভাই আর বেলায়েত ভাইয়ের কল্যাণে নিশ্চয়ই আপনাদের আর জানতে বাকি নেই ইন্টারনেটে বাংলা ভাষায় লেখা সর্ববৃহৎ এই মুক্ত বিশ্বকোষ সম্বন্ধে। আর কোন দেশের উইকিমিডিয়া চ্যাপ্টার ওই দেশের প্রচলিত ভাষার উইমিডিয়া প্রকল্পসমূহ যেমন উইকিপিডিয়া, উইকিসংকলন, উইকিঅভিধান এসব প্রকল্পের প্রচার ও প্রসার দেখভাল করে। মূলকাহিনী: তো এই মহান কাজে (!!) শামিল হবার উদ্দেশ্যে আমি পূর্বপরিকল্পনা মত ৪ঠা সেপ্টেম্বর রাত এগারোটায় পিসির সামনে উপবেশন করলাম। ঢুকেই দেখি বেলায়েত ভাই আর রাগিব ভাই দিব্যি সময়মত হাজির।

একে একে গুটি গুটি করে হাজির হলেন বাংলা উইকির বাঘা বাঘা লেখকেরা, পাশাপাশি নতুন এডিটর, শুভাকাংখীরাও ছিলেন। তো আড্ডা তো আড্ডাই - সেখানে কী আর সিরিয়াস কথা জমে? কিন্তু আমরা হলাম গিয়ে উইকিপিডিয়ার সম্পাদক মানুষ, বড়ই সিরিয়াস। আমরা দ্রুতই কাজের কথায় চলে এলাম। প্রথমেই বেলায়েত ভাই তার আর্জেন্টিনায় উইকিম্যানিয়া ২০০৯ এর অভিজ্ঞতার কথা বললেন। তিনি জানালেন অন্যান্য দেশের উইকিপিডিয়ানরা কেমন নিজ নিজ চ্যাপ্টার গঠন করে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

আমরাও বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি শুরু করতে চাই, তবে এর জন্যে প্রয়োজন দশ-কুড়ি জন মানুষ, তবে যেমন তেমন কেউ হলে চলবে না, তাদের থাকতে হবে উইকিমিডিয়ার প্রজেক্টগুলির প্রতি সত্যিকারের আন্তরিকতা, সবচেয়ে ভালো হয় তারা যদি কোন প্রজেক্টের সম্পাদক হন। কথায় কথায় রাত বাড়ে: আমদের সাথে সে রাতের আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স সফটওয়্যার নেটওয়ার্ক এর শ্রদ্ধেয় মুনির হাসান এবং আমাদের প্রযুক্তি ডট কমের শাবাব ভাই। তারা নিজ নিজ ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের উপস্থিতি ছিল আমাদের জন্যে অনুপ্রেরণাদায়ক। তো আমাদের আড্ডা, মানে উইকিপিডিয়ানদের অফিসিয়াল বৈঠক প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়।

আমরা শেষ পর্যন্ত যে সব মহাগুরুত্বপূর্ণ সিদ্ধান্তে (!!) পৌঁছাই তা খুব সোজা ভাষায় বলা যায় - বাংলাদেশে আমরা উইকিমিডিয়া চ্যাপ্টারের কাজ শুরু করব আর এ জন্যে যত বাংলাদেশী উইকিপিডিয়ান আছে সবাই আমরা একতাবদ্ধ হব। আর প্রতি বৃহস্পতিবার রাত এগারোটায় আমরা সাপ্তাহিক বৈঠকে (পড়তে হবে আড্ডা) মিলিত হব। আমাদের কথাবার্তা সবই লিপিবদ্ধ করা আছে, যে কেউ পড়তে পারেন এই লিংকে গিয়ে: উইকিপিডিয়া অনলাইন মিটিং ০৪.০৯.০৯। আর এই কাজে উৎসাহী সবাইকে বাংলা উইকিপিডিয়াতে যোগ দেবার আমন্ত্রণ রইলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।