আমাদের কথা খুঁজে নিন

   

নির্মাণশৈলীতে সিলেটের ঐতিহ্য

!!!

শিরোনাম কী দেয়া যায় ভাবছিলাম। এটা কি ফটোব্লগ হবে নাকি ইতিহাস ও ঐতিহ্যের অংশ হবে!? ছবিগুলো দেখুন। সিলেটের ইতিহাস ও ঐতিহ্যকে সযত্নে লালন করে আসছে যুগ যুগ ধরে। এগুলো রক্ষা করতে হবে। কারণ কিছু কিছু স্হাপনার অস্তিত্ব আবার মানুষের লোভের কারণে হুমকীর মুখে পড়েছে।

ছবি ও তথ্য ফেসবুক থেকে নেয়া। স্বত্বাধিকারী জনাব শামসুল মজিদ চৌধুরী (সাকি)’র অনুমতিক্রমে ব্লগে প্রকাশিত। ■ সারদা হল। সুরমা নদীর তীরে কীন ব্রীজের পাশেই অবস্হিত। সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রস্হল।

এর সম্মখে রয়েছে বিখ্যাত আলী আমজাদের ঘড়ি। ■ পুরাতন সার্কিট হাউজ। এটিও সুরমা নদীর তীরে অবস্হিত। এর পাশে তৈরী হয়েছে নতুন ভবন। এটি এখন ব্যবহৃত হয় না।

■ শেখ ঘাটের জমিদার খান বাহাদুর আবু নছর মোহাম্মদ ইয়াহিয়া’র বাড়ি। তিনি জিতু মিয়া নামে অধিক পরিচিত। তিনি শিক্ষার কল্যাণে তাঁর ২৪ হাজার একর জমি ওয়াক্ফ করে দিয়ে যান। ■ জেলা রেজিস্টার ভবন। ডিসি অফিস সংলগ্ন ভবনটি প্রায় ২৫০ বছরের পুরানো।

■ এম এ জি ওসমানী’র বাসভবন। নাইওরপুল এলাকায় অবস্হিত এই ভবনটি বর্তমানে তাঁর স্মরণে জাদুঘরে রূপান্তরিত। ■ জিন্দাবাজারস্হ রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল। পূর্বের নাম ছিল জোয়ারমহল মাতৃমঙ্গল। ■ মৃত নগেন্দ্র চৌধুরীর বাড়ি।

বর্তমানে সিলেট ইন্টারন্যাশনাল স্কুল। ■ সিলেট মহিলা কলেজ। চৌহাট্টায় অবস্হিত এই কলেজের ভবন দান করেছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের জমিদার রাজেন্দ্র চৌধুরী। ■ রশীদ মঞ্জিল। পূর্ব দরগাহ গেইটে অবস্হিত এই বাড়ির মালিক তৎকালীন বৃটিশ -ভারতের এমএলএ মরহুম আব্দুর রশীদ চৌধুরী।

■ আলতাফ ভিলা। আম্বরখানায় অবস্হিত। ■ পাঠানটুলা মিনিস্টার বাড়ি। মিনিস্টার অর্থাৎ আসামের শিক্ষা মন্ত্রী মরহুম আব্দুল হামিদ। ■ মজুমদার বাড়ি।

এই বাড়ির নামেই রয়েছে এয়ারপোর্ট রোডে একটি পাড়া। ■ নরওয়েজিয়ান ক্রিশ্চান মিশন। ■ রামকৃষ্ণ মিশন। নাইওরপুল পয়েন্টে অবস্হিত। ■ সিলেট এমসি কলেজের ইংরেজী বিভাগ।

সাথে আছে লাইব্রেরী। সামনে রয়েছে মনোরম একটি দিঘি। ■ সিলেট এমসি কলেজের গণিত বিভাগ। ভবনটি একটি ছোট টিলায় অবস্হিত। ■ জৈন্তা রানীর ভবন।

সিলেট - তামাবিল সড়কের পাশে অবস্হিত। ■ সিলেটের গোলাপগঞ্জ থানার রনকেলী গ্রামের একটি সুদৃশ্য বাড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.