আমাদের কথা খুঁজে নিন

   

নবী হযরত মোহাম্মদ (সা.)



হযরত মোহাম্মদের (সা.) বার্তা ধ্বনি আগমনী মধুর শুনা যায় মোহাম্মদের (সা.) পদ ধ্বনি। জন্ম ক্ষণে হয় গোটা সিরিয়া আলোকিত ধাত্রীর কোলে তিনি লালিত ও পালিত। মহা নবী (সা.) ছিলেন আরবের মেষ সাবক বিশ্ববাসী অবাক, তিনিই মহামানব সত্যের বাহক । এক ফোটা জমাট বাধা রক্ত কালো হৃৎপিন্ড চিরে ফিরিস্তা বের করে ছিলো। মহান আল্লাহর ইপ্সিত অলৌকিকত্ব আল্লাহ্ দিলেন বিশ্বে-পরপারে তাঁকে অমরত্ব।

তিনি সত্যবাদীতার মহৎ গুনে অনন্য চরিত্র ও মহত্বের জন্য ইহ-পরপারে তিনি ধন্য। সমস্ত সৃষ্টি জগৎকে করেন তিনি উদ্ভাসিত তিনি আপোষকামী বিজয়ের জন্য হন প্রষ্ফুটিত। মহা নবী (সা.) শ্রেষ্ঠতম ও অসীম সাহসী তিনি অতুলনীয় মহিমান্বিত-মহাসত্যবাদী। তিনি মহা নির্ভীক দায়িতবোধ ও জ্ঞান সম্পন্ন তাইতো তিনি সর্বত্র ও সর্বক্ষেত্রে ধন্য-অনন্য। তিনি ছিলেন অসাধারণ, অমায়িক ও মিশুক তিনি কখনই কাজ করেননি যা অমূলক।

আল্লাহর নিকট থেকে আগত পবিত্র আত্মা প্রশাসন ও দিক নির্দেশনায় রেখেছেন পরাকাষ্ঠা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।