আমাদের কথা খুঁজে নিন

   

লিরিক ২৬ (তুমি হাসলে)

পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।

তুমি হাসলেই মেঘ থেকে ঝরে যায় বৃষ্টি তুমি হাসলেই রোদ থেকে রংধনু সৃষ্টি তুমি হাসলেই তাই আমি সব ভুলে যাই অপলক হয়ে থাকে দৃষ্টি তুমি হাসলেই মেঘে রোদে খেলা করে এক ঘরে রোজ তুমি হাসলেই তোমার চোখ আমার প্রতিচ্ছবি খোঁজ তোমার পানে তাই বারে বারে ফিরে চাই ফিরে না আর দৃষ্টি তুমি হাসলেই মেঘ থেকে ঝরে যায় বৃষ্টি তুমি হাসলেই রোদ তেকে রংধনু সৃষ্টি ........ তুমি হাসলেই কত কত ফাঁকি ঝুকি শুরু হয়ে যায় তাই রঙিন স্বপনের আঁকাআঁকি তোমায় নিয়ে হয়ে যায় সূখ স্বর্গের সৃষ্টি তুমি হাসলেই মেঘ থেকে ঝরে যায় বৃষ্টি তুমি হাসলেই রোদ তেকে রংধনু সৃষ্টি ................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.