আমাদের কথা খুঁজে নিন

   

Sound sleep = Sleep with sound

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

১ দুই বন্ধু (রাফি আর নাফি) এক বিছানায় ঘুমাচ্ছে। রাফির নাক ডাকার বিকট আওয়াজে নাফি ঘুমাতে পারছে না। নাফি: এই ওঠ! রাফি: (চোখ ডলতে ডলতে) কিরে ডাকস ক্যান? নাফি: শালা! তোর নাক ডাকার শব্দে আমি ঘুমাইতে পারতাছিনা রাফি: আমি নাক ডাকি তোরে কে কইল নাফি: আরে আমি নিজ কানে শুনছি রাফি: শোনা কথা বিশ্বাস করতে নাই(আবার ঘুমিয়ে পড়ল) ======================== ২ এবার ও দুই বন্ধু...... মুন্না নাক ডেকে ঘুমাচ্ছে..... শাওন: মুন্না কে ডেকে তুলে বলল...." এই তুই যখন ঘুমাস তখন নাক ডাকিস ক্যান"? মুন্না: কখন নাক ডাকলাম আমি ত টের পাইনা শাওন: ব্যাটা টের পাবি ক্যামনে তুই ত তখন গভীর ঘুমে থাকিস। টের ত আমি পাই মুন্নাএক ক্লোজ আপ হাসি দিয়ে) ওওওও তুই বুঝি জানিস না! গভীর ঘুম হল Sound sleep আর Sound sleep মানে Sleep with sound

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।