আমাদের কথা খুঁজে নিন

   

সাপ্তাহিক বুধবার'র সাথেই আছি

আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

নুরুর কবীর বাংলাদেশের সংবাদপত্র জগতে এক খ্যাতিমান ব্যক্তিত্ব। এটি কোন বিশেষ মহল বিশেষ উদ্দেশে তাঁকে দান করেনি। তিনি নিজে অর্জন করেছেন। সত্য বলায়, সত্য প্রকাশে ইতিমধ্যে অন্যদের ছাড়িয়ে গেছেন মি. কবীর। প্রয়াত সাংবাদিক এনায়েতুল্লাহ খান সাপ্তাহিক হলিডে পত্রিকাটি যে তাঁর একজন যোগ্য উত্তরসুরীর কাছে রেখে গেছেন তা মি. কবীর অল্প দিনের মধ্যেই প্রমাণ করেছেন।

একটি মহল দেশের সংবাদপত্র শিল্পকে শুধুমাত্র বাণিজ্যিক পণ্যে পরিণত করে ফেলেছে। কোন কোন সংবাদপত্র আবার এনজিওর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সেখানে নুরুল কবীর ব্যতিক্রম একটি নাম। এতদিন ইংরেজি ভাষায় পত্রিকা প্রকাশের কারণে সাধারণ মানুষের কাছে তাঁর বক্তব্য সেভাবে প্রকাশ পেত না। শহুরে মুষ্টমেয় মানুষ সে সুফলটি ভোগ করতেন।

একটি বাংলা পত্রিকা প্রকাশের মাধ্যমে জনাব নুরুল কবীর সে বাধা ভেঙ্গে দিয়েছেন। আমরা আশা করবো দেশের রাজনীতির ক্ষুরধার বিশ্লষণ, শিল্প, অর্থনীতি, সমাজ, সংস্কৃতির গতিপ্রকৃতি ইত্যকার বিষয়ের সঠিক ও সত্য প্রকাশের মাধ্যমে সাপ্তাহিক বুধবার পাঠক সাধারণের মনের খোরাক জোগাতে শুধু সক্ষমই হবে না রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের একটি যোগ্য স্তম্ভ হিসেবে জাতি গঠনে যোগ্য দায়িত্ব পালন করবে। আমরা সাপ্তাহিক বুধবার'র সাথে আছি। স্বাগতম সাপ্তাহিক বুধবার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।