আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমজল কিংবা water of love; মার্ক নফলার কিংবা Dire Straits ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
RNB গুরু মার্ক নফলার; সাধারনত "রিদম অ্যান্ড ব্লুজ" কে নিম্নোক্ত সংকেতে প্রকাশ করা হয়- RNB. কিন্তু, RNB কি? ভাটিয়ালি কি? বুঝতে পারছেন তা হলে। "রিদম অ্যান্ড ব্লুজ" বা RNB হইল বিশিষ্ট এক সংগীত ঘরানা। বাউল-মুর্শিদী যেমন বিশিষ্ট সংগীত ঘরানা।

সেই RNB সংগীত ঘরানার এক গুরু ছিলেন: গুরুর নাম- জে জে কেইল। তাঁরই এক সুযোগ্য শিষ্যের নামই নফলার- মার্ক নফলার ... ইনি হইলেন সেই RNB সংগীত ঘরানার গুরু - জে জে কেইল। জে জে কেইল-এর আরেকখান ছবি তাঁরই ব্যান্ডের নাম Dire Straits ...এই দুইটা শব্দের মানে, "সঙ্গীন দশা"। কেন এই অপ্রীতিকর নাম? আসুন আমরা সেই ইতিহাসে প্রবেশ করি। গুরুর কাছে শিক্ষা সমাপ্ত করে নফলার ব্যান্ড করবেন বলে সিদ্ধান্ত নিলেন।

ব্যান্ড গঠন করিলেন বটে-তবে প্রথম অ্যালবামটি হিট করে নাই ...সুপার ফ্লপ! ঐ দিকে এরিক ক্ল্যাপটন খ্যাতির চূড়ায়। বলা বাহুল্য, এরিক ক্ল্যাপটনও মাননীয় RNB গুরু জে জে কেইল-এর আরেকজন সুযোগ্য শিষ্য ছিলেন। কাজেই ...এইবার নফলারকে অ্যালবাম হিট করাতেই হবে। আরম্ভ হল সাধনা। সূদীর্ঘ ১৪ বছরের সাধনা।

এই সময়কালে নফলার-এর ভাই ডেভিড নফলার ও নফলারের স্ত্রীর অপরিসীম আত্মত্যাগ পশ্চিমের সংগীতের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে। ১৪ বছরের সাধনা শেষে নফলার একটি ব্যান্ড গঠন করিলেন। এবং ব্যান্ডের নাম রাখলেন Dire Straits ...অন্তিম দশা। এর মানে এবার অ্যালবাম সবার কাছে গ্রহনযোগ্য না হলে সবার দশাই হবে অন্তিম ... যাক, Dire Straits এর প্রথম অ্যালবাম কেবল হিটই করেনি- RNB ভক্তরা এখনও প্রথম অ্যালবামটির গানগুলি শোনে। মার্ক নফলারকেও বিশিষ্ট সংগীতবোদ্ধা হিসেবে "ডকটোরেট" উপাধি দেওয়া হয়েছে।

Dire Straits প্রথম অ্যালবামের ২ নং ট্র্যাক প্রেমজল কিংবা water of love; High and dry in the long hot day Lost and lonely in every way Got the flats all around me sky up above I need a little water of love Ive been too long lonely and my heart feels pain Crying out for some soothing rain I believe I have taken enough I need a little water of love Water of love deep in the ground No water here to be found Some day baby when the river runs free Itll carry that water of love to me Theres a bird up in a tree sitting up high Waiting for me to die If I dont get some water soon Ill be dead and gone in the afternoon Once I had a woman I could call my own Once I had a woman now my woman is gone Once there was a river now theres a stone You know its evil when youre living alone http://www.mediafire.com/?5ymzrzmkmqm
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.