আমাদের কথা খুঁজে নিন

   

ডে-লাইট সেভিং & আমার কিছু সুবিধা

কিছু বলার নাই

ডে-লাইট সেভিং এবং বাংলাদেশে এর ব্যবহার নিয়া নানা জনের নানা মত আছে কিন্তু আমি কিছু সুবিধা পাইছি ।আমি চাই সারা বছর ডে-লাইট সেভিং চলুক। সুবিধা ১= এখন সকালে ক্লাশ এ ঘুমাইলে স্যর কিছু বলেনা(আগে কইয়েক বার বের করে দিসে) সুবিধা ২= ডে-লাইট সেভিং চালু হওয়ার পর লোডশেডিং আরো বাড়ছে ফলে আগে শুধু রাতে কারেন্ট যাইত এখন দিনেও যায় ফলে ল্যাব হয়না, ল্যাবে বইসা আড্ডা দেয়া যায়। সুবিধা ৩= পড়াশুনার টাইম কম পাওয়া যায় তাই পড়াশুনা কম করা লাগে সুবিধা ৪= আমার নেট রাত ১২টা থেকে চালু তাই তারাতারি নেটে বসতে পারি। সুবিধা ৫=ডিজিটাল বাংলাদেশের অর্থ বুজতাসি (গ্রামের দিকে বা শহরের অশিক্ষিত মানুষেরা ডিজিটাল বলতে সমইয়ের ব্যাপারটাই বুজে) আরো অনেক কিছুই আছে মনে পড়তিছেনা। আপনারা কোন সুবিধা পাইছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।