আমাদের কথা খুঁজে নিন

   

হারাধনের কয়টি ছেলে ...রইল বাকী কত ???



ডাকসাইটে রাজনীতিবিদ তিনি, তার পোষাক-আশাক চলা ফেরা, কথা বার্তা সব কিছুই ছিল গড ফাদার এর মত। সংসদে তিনি যেতেন ওভারকোট, হ্যাট পড়ে, ফেনীর ত্রাস তিনি...হ্যা আমি সেই বিখ্যাত হাজারীর কথা বলছি যিনি বেসবল এর ব্যাট দিয়ে সাংবাদিক টিপু সুলতান এর হাত, পা ভেঙ্গে গুড়ো গুড়ো করার পরেও বহাত তবিয়তে এখন ও বেঁচে আছেন, মাঝে সে বাধঁন কে নিয়ে লেখা লেখি করে একটু বিখ্যাত হয়েছিল। জোট সরকার ক্ষমতায় আসার পর তিনি উধাও হয়ে গিয়েছিলেন। কম্বিং অপারেশন, অপারেশন রেবেল হান্ট, সেনা অভিযান, তত্তাবধায়ক এর ২ বছর এ পরিচালিত সেনা অভিযান, দূর্নীতি দমন এর অভিযান কোন কিছুই তাকে গ্রেফতার করতে পারেনি। ঠিক যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো অমনি সে হাজির হল যাকে গত ৪/৫ বছরে খুজে তার টিকি টিও খুজে পাওয়া যায়নি।

তার এত অপকর্মের পরেও আজ পর্যন্ত তার দলের কাউকে তার বিরুদ্ধে উচ্চবাচ্চ করতে শুনিনি এমন কি দলের প্রধান ও না...বরই আজিব। আমাদের দেশের এমন ই এক শাষন ব্যবস্থা যেখানে অએ੬ মামলায় যাবਕীবন কারাদਟ পাওয়া আসামী ও বেকসুর খালাস পায়। তাই বিরুদ্ধে ১টা ২টা মামলা হলে কথা ছিল...১টা না ২টা না; একে একে ২২ টা মামলায় তিনি মুক্ত হয়ে গেছেন যার মধ্যে ১১টি তে জামিন পেয়েছেন আর ১১ টি তে অব্যাহতি পেয়েছেন। আর ১টা মামলা সরকার প্রত্যাহার করে নিয়েছে। খবরের লিঙ্কঃ অত্র মামলা থেকে অব্যহতি পেলেন জয়নাল হাজারী যেই দেশে খুন, ধর্ষণ, লুট, মুনাফাখোর, সন্ত্রাসী তাদের অপক্ম করার পর ও আদালত থেকে জামিন পায় এমন কি মামলা থেকে অব্যাহতি পায় সেই দেশের এই অবস্থা হবে না তো কোন সেশের হবে? তত্ত্বাবধায়ক এর আমলে মওদুদ ১বার গ্রেফতার হয়েছিলো কারন তার বাসায় বিপুল পরিমানে অবৈ্ধ মদ উদ্ধার করেছিল পুলিশ।

গত কয়েক দিন আগে সরকার সে মামলা প্রত্যাহর করে নেয় কিন্তু মওদুদ এতে খুবি মনখুন্ন হয় এবং সে ১টা বেসরকারি চ্যানেলে সরকার কে উদ্দেশ্য করে বলে যে মামলা প্রত্যাহার করা দরকার সে মামলা প্রত্যহার কর। এই মদের মামলা প্রত্যাহার করার কোন দরকার ছিল না কারন সে নাকি এই মামলা ৫মিনিটে বেইল করাতে পারবে । আমার ও তাই বিশ্বাস কারন সে একজন ব্যারিষ্টার। আর আমাদের দেশের আইন ব্যবস্থা, শাষন ব্যবস্থা, বিচার ব্যবস্থার ফাঁক ফোকর তার ভালই জানার কথা... কিন্তু আপনি বা আমি যদি একটু মদ কেন, যদি একটু বিয়ার সহ ধরা খাই তাহলে দেখবেন আমাদের দেশের আইন কত শক্ত গ্রামে গঞ্জে ১টা কথা প্রচলিত আছেঃ বাঘে ছুলে ১৮ ঘা, আর পুলিশে ছুলে ৩২ ঘা......তাই আমাদের মত আম-জনতার অবস্থা হবে দেখার মত। যাহোক অনেক পেচ্যাল পাড়লাম...হারাধন নিয়ে লেখা শুরু করেছিলাম...আমাদের গুনধর হাজারী আমাদের আজকের হারাধন যার এখন কোন মামলা নাই...তার চরিত্র ফুলের মত পবিত্র



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।